গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
কুটনৈতিক সংবাদদাতা : ইসলাম প্রচারের নামে কেউ জঙ্গি কার্যক্রম চালাচ্ছে বলে সন্দেহ হলে বা দেখলে তা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না জানালে তা অপরাধ হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গতকাল শনিবার দুপুরে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সন্দেহজনক জঙ্গি কার্যক্রমসহ সার্বিক বিষয়ে সরকার তদারক করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে জঙ্গিবাদে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেলে তাদের সঙ্গে কোনো আপোষ করা হবে না।
প্রতিমন্ত্রী বলেন, দেশে আর যেন কোনো জঙ্গিবাদের সৃষ্টি না হয় সে জন্য সরকার কাজ করছে। জঙ্গিবাদের উত্থানে শুধু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়, অনেক সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যর্থতাও কম নয়। ইসলাম প্রচারের নামে কেউ জঙ্গি কার্যক্রম চালাচ্ছে বলে সন্দেহ হলে বা চোখে পড়লে তা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, যারা দেখেও কোনো কিছু জানাবে না তারাও অপরাধী। তৃণমূল থেকে সরকারের উচ্চপর্যায় পর্যন্ত সবাইকেই জঙ্গিবাদ সম্পর্কে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি। প্রতিমন্ত্রী উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। তরুণ সমাজের হতাশ হওয়ার কোনো কারণ নেই। না বুঝে অনেকে বিপথগামী হচ্ছে। তাই শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির চেয়ারম্যান আজিমুদ্দিন আহমেদ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।