Inqilab Logo

শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

ভূরুঙ্গামারীতে অগ্নিকান্ডে পুড়ে মারা গেছে এক বৃদ্ধাসহ পাঁচ গবাদিপশু

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২১, ১২:৫৬ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকান্ডে আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যুসহ ৫টি গবাদিপশু ও ২টি ঘর পুড়ে গেছে। সোমবার(৯মার্চ) গভীররাতে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামে আব্দুল মজিদের (৩৯) বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রতিবেশি সূত্রে গোয়ালঘরে লাগানো কয়েল থেকে এ অগ্নিকান্ডের উৎপত্তি বলে জানানো হয়েছে। অগ্নিকান্ডে আব্দুল মজিদের অসুস্থ চলৎশক্তিহীন মা মর্তভান বেওয়া (৮৫) অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এছাড়া দুটি টিনের ঘর , ৪টি গরু ও একটি ছাগল পুড়ে মারা যায় ।
মঙ্গলবার সকালে উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী , উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা ও ওসি মুহাঃ আতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ দশ হাজার টাকা , ২ বস্তা চাল , শুকনো খাবার ও ভবিষ্যতে সাম্ভ্যাব্য সব রকম সহযোগিতা প্রদানের আশ^াস দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকান্ড

১১ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ