Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এইচ টি ইমামের কুলখানি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২১, ১২:০০ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক ইমামের (এইচ টি ইমাম) কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বাদ আছর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে কুলখানি হয়।
এইচ টি ইমামের ছেলে সংসদ সদস্য তানভীর ইমাম জানান, ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন মসজিদেই তার জন্য দোয়ার আয়োজন করা হয়। বিভিন্ন মাদরাসায় কোরআন খতম করা হয়। এইচ টি ইমামের ছেলে তানভীর ইমাম কুলখানি শেষ উপস্থিত সকলের কাছে তার বাবার জন্য দোয়া কামনা করেন।

গত বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এইচ টি ইমাম মৃত্যু হয়। ফুসফুস, কিডনি, হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি। দেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব এইচ টি ইমামের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রথমে জন প্রশাসনবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। পরে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন।



 

Show all comments
  • Towhid ৯ মার্চ, ২০২১, ১:২০ এএম says : 0
    His name is imam but did he do his job as an imam?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এইচ টি ইমাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ