Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থার আহবান অস্ট্রেলীয় সিনেটরের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২১, ১২:০১ এএম

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলেসের প্রাদেশিক আইন পরিষদের উচ্চকক্ষের সিনেটর ডেভিড শোয়েবরিজ ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘকে (আরএসএস) ঘৃণা ছড়ানোর অভিযোগে ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছেন। শুক্রবার দেশটির ভারপ্রাপ্ত ক্রীড়া ও বহুসাংস্কৃতিকমন্ত্রী জিওফ লির সাথে এক বৈঠকে তিনি এই আহবান জানান। মন্ত্রীর কাছে তিনি প্রশ্ন করেন, ‘তারা কি সরকারের বিবেচনায় নতুন নাৎসি সংগঠন এবং যদি তাই হয়, তবে তাদের বিষয়ে কী ব্যবস্থা নেয়া হবে।’ ডেভিড শোয়েবরিজ এসময় ২৮ ফেব্রুয়ারি নিউ সাউথ ওয়েলেসের হ্যারিস পার্কে চার শিখ তরুণের ওপর হামলার এক ঘটনা উল্লেখ করেন। ওই হামলায় তাদের গাড়ি ঘিরে ভারতীয় আক্রমণকারীরা বেসবল ব্যাট, হাতুরি এমনকি কুড়াল দিয়ে ভাঙচুর করা হয়। আক্রান্তরা তাদের মধ্যে একজনকে সনাক্ত করতে সক্ষম হয়, যে দুই সপ্তাহ আগে আরএসএস-বিজেপির আয়োজিত কার র‌্যালিতে অংশ নিয়েছিলেন। মুসলিম মিরর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ