মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ধারণক্ষমতার দশগুণ বেশি দর্শনার্থীদের ভিড়ে দুর্ঘটনার আশঙ্কা
ইনকিলাব ডেস্ক : চীনের মধ্যাঞ্চলের হুনান প্রদেশে নির্মিত বিশ্বের সবচেয়ে উঁচু এবং সবচেয়ে দীর্ঘ কাঁচের সেতুটি উদ্বোধনের ১৩ দিনের মাথায় বন্ধ করে দেয়া হয়েছে। দর্শনার্থীদের অতিরিক্ত চাপের কারণে সেতুটি বন্ধ করে দেয়া হয় বলে জানান ওই প্রকল্পের একজন মুখপাত্র। তিনি জানান, সেতুটির ধারণ ক্ষমতা ৮ হাজার। কিন্তু গত কয়েকদিনে দশগুণ বেশি দর্শনার্থী সেতুটিতে ভিড় জমায়, যা দুর্ঘটনার কারণ হতে পারে। তাই তারা এটি আপাতত বন্ধ করে দিয়েছে।
দেশটির ঝ্যাংজাজি অঞ্চলে অ্যাভাটর পর্বতমালা নামে পরিচিত এলাকায় একটি গিরিখাদের দুইপ্রান্ত জুড়ে দিয়েছে ৪৩০ মিটার দীর্ঘ এই সেতুটি। ভূমি থেকে ৩০০ মিটার উঁচুতে অবস্থিত সেতুটি তৈরিতে ৩৪ লাখ মার্কিন ডলার ব্যয় হয়েছে। তিন স্তর বিশিষ্ট স্বচ্ছ কাঁচের ৯৯টি বিশাল বিশাল খ- জোড়া দিয়ে সেতুটির পাটাতন তৈরি করা হয়েছে। চীনের কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়, ৬ মিটার চওড়া সেতুটির নকশা করেছেন ইসরাইলের স্থপতি হাইম ডুটন। অবকাঠামো ও নির্মাণশৈলীর কারণে সেতুটি এরইমধ্যে বিশ্ব রেকর্ড গড়েছে বলে দাবি কর্মকর্তাদের। চীনাদের মধ্যে কাঁচের তৈরি সেতু নিয়ে এক ধরনের অতি আগ্রহ রয়েছে। অন্যান্য অনেক অনুষ্ঠানের পাশাপাশি এ ধরনের সেতুগুলোতে গণ-যোগব্যায়াম এবং বিয়ের অনুষ্ঠান পর্যন্ত হয়। এ ছাড়াও এই ব্যয়বহুল কাচের সেতু চীনা তরুণ-তরুণীদের জন্য বিনোদোনেরও একটি উপযোগী ক্ষেত্র হিসেবে নন্দিত। যদিও নতুন সেতুটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে এখনো কিছু প্রশ্ন রয়েছে। কর্মকর্তারা জানান, কঠোর পরীক্ষার মাধ্যমে সেতুটির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। এ বছরের শুরুতে বড় হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে এমনকি যাত্রীভর্তি গাড়ি সেতুর উপর দিয়ে চালিয়ে এর নিরাপত্তা পরীক্ষা করা হয়েছে। দ্য টেলিগ্রাফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।