Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিলারি ট্রাম্পের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে

প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৫:৫৬ পিএম, ৪ সেপ্টেম্বর, ২০১৬

হিলারি নারীদের মধ্যে এবং ট্রাম্প পুরুষ ভোটারদের মধ্যে বেশি জনপ্রিয়

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটনকে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় প্রার্থী হিসেবে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে জরিপ চালিয়ে দেখা যায়, হিলারি ট্রাম্পের চেয়ে গড়ে ৭ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন। ইউএসএ টুডে’র পরিচালিত জাতীয় জরিপে এ মতামত উঠে এসেছে। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এলোমেলোভাবে বাছাইকৃত এক হাজার অংশগ্রহণকারীর মধ্যে হিলারিকে পছন্দ করেছেন শতকরা ৪৮ জন। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প শতকরা ৪১ জনের সমর্থন পেয়ে হিলারির চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে রয়েছেন। তবে এই জরিপে পুরুষ সমর্থকদের ক্ষেত্রে ট্রাম্প হিলারির চেয়ে ১ পয়েন্ট বেশি পেয়েছেন। অপরদিকে, নারী ভোটারদের মধ্যে শতকরা ৫৪ জনের সমর্থন পেয়ে হিলারি ট্রাম্পকে ১৬ পয়েন্টে হারিয়েছেন। শ্বেতকায় ভোটারদের মধ্যে ট্রাম্প ৮ পয়েন্ট এগিয়ে থাকলেও স্প্যানিশ ভোটাররা হিলারিকে ৪১ পয়েন্ট বেশি দিয়েছে। কালোরা ট্রাম্পকে শতকরা মাত্র ৪ ভাগ ভোট দেয়ায় ট্রাম্প হেরেছেন ৮৭ পয়েন্টে। হিলারির সমর্থকদের মধ্যে ৮০ শতাংশ বলেছেন, ট্রাম্প নির্বাচিত হলে তারা ভীতি অনুভব করবেন। এদিকে, ট্রাম্পের সমর্থকদের মধ্যে ৬২ শতাংশ হিলারি নির্বাচিত হলে শঙ্কিত হবেন বলে জানিয়েছেন। তাছাড়া হিলারি নির্বাচিত হলে তার সমর্থকদের ২৭ শতাংশ এবং ট্রাম্প নির্বাচিত হলে ২৯ শতাংশ সমর্থক খুব উত্তেজিত বোধ করবেন। ইউএসএ টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিলারি ট্রাম্পের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ