Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সিলেটে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর ৩ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২১, ৫:৫৪ পিএম

সিলেটে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২০২১ উদ্যাপন উপলক্ষে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর ৩ দিনব্যাপী ‘আলোকচিত্র প্রদর্শনী’র উদ্বোধন করা হয়েছে। জেল শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে ৩দিন ব্যাপি ‘আলোকচিত্র প্রদর্শনী’র উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ. ন. ম. বদরুদ্দোজা। রোববার সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত এর সভাপতিত্বে ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শেখ আশরাফুল আলম নাসির। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা শিল্পকলা একাডেমির উচ্চমান সহকারী রবিউল আহাম্মেদ রনি, সিলেট নেজারত ডেপুটি কালেক্টর ইশতিয়াক ইমন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি দুলাল হোসেন, সহ-সভাপতি ইউসুফ আলী, বাংলাদেশ নারী সাংবাদিক সিলেট বিভাগীয় কমিটির আহবায়ক বিলকিস আক্তার সুমি, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ শাহীন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু বক্কর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইদ্রিস আলী, আব্দুল বাতিন ফয়সল, শংকর দাস, আনিস মাহমুদ, এইচ. এম শহীদুল ইসলাম, রেজা রুবেল, এটি এম তুরাব, আজমল আলী, মো: আব্দুল খালিক প্রমুখ। ৭ থেকে ৯ মার্চ ২০২১ প্রতিদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭:৩০ মিনিট পর্যন্ত চলবে মেলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রদর্শনী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ