পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
এবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো তেঁতুলের বিচি আমদানি করা হয়েছে। চট্টগ্রামের উজ্জল শাহ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান বিচিগুলো আমদানি করেছে। শনিবার (৬ মার্চ) বিকেলে ভারত থেকে তেঁতুলের বিচি নিয়ে একটি ট্রাক বন্দরে প্রবেশ করে। পরে আরও দুটি তেঁতুলের বিচিবোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করে।
এর মাধ্যমে প্রথমবারের মতো তেঁতুলের বিচি আমদানি করা হলো। হিলি আমদানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
হিলি কাস্টমসের তথ্য মতে, শনিবার ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় তিনটি ট্রাকে ৯০ মেট্রিক টন তেঁতুলের বিচি আমদানি হয়েছে।
তিনি জানান, ভারত থেকে তেঁতুলের বিচি আমদানি হচ্ছে- এটা শুনে একটু অবাক হওয়ারই কথা। যদিও আমাদের দেশের মানুষ তেঁতুল খাওয়ার পর বিচিগুলো ফেলে দেন। দেশে যার কোনো নেই মূল্য, সেই তেঁতুলের বিচি প্রথমবারের মতো ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে।
জানতে চাইলে তেঁতুলের বিচি আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি অনিক সরকার জানান, দেশে মশা মারার কয়েল তৈরির কাঁচামাল হিসেবে তেঁতুলের বিচির প্রচুর চাহিদা রয়েছে। তাই ভারত থেকে প্রথমবারের মতো এই বিচিগুলো আমদানি করা হচ্ছে। দেশের বাজারে এর ভালো দাম রয়েছে। আমদানিকৃত এসব তেঁতুলের বিচি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।