গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
৬০ এর দশকের ছাত্রনেতা ও ন্যাপ নেতা, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন জঙ্গী চৌধুরী (৭৬) হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নামাজে জানাযা শেষে তাকে গরীবুল্লাহ শাহ মাজারস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আফরোজা বেগম
চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক আজাদীর প্রধান প্রতিবেদক হাসান আকবরের মাতা আফরোজা বেগম (৯৭) গতকাল শনিবার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে ৩ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি। বাদ আছর নগরীর নাসিরাবাদ শাহী জামে মসজিদে প্রথম এবং সীতাকুন্ডের জাফরনগরস্থ গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়। আফরোজা বেগমের ইন্তেকালে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ এক শোক বিবৃতিতে তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।