Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরএসওর হামলায় হতাহত ২৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২১, ১২:০১ এএম

রোহিঙ্গা সলিডারিটি অর্গ্যানাইজেশনের (আরএসও) অতর্কিত হামলায় মিয়ানমার সামরিক বাহিনীর সাত সদস্য নিহত ও ২১ জন আহত হয়েছে। শুক্রবার মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর ফকিরা বাজারের সেক্টর ২-এর কাছে তিনটি সামরিক ফাঁড়িতে এই হামলা চালানো হয়। আরওসওর অনলাইন প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা বেলা ১২.০৩ থেকে ১২.১৫টার মধ্যে এই হামলা চালানো হয়। এতে মিয়ানমার সামরিক বাহিনীর সাত সদস্য নিহত হয়, আহত হয় আরো ২১ জন। নিহতদের মধ্যে সামরিক বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার উ থেট তুন আঙও রয়েছেন। আরএসও পরে ওই স্থান থেকে সামরিক বাহিনীর পাঁচটি অস্ত্র, গুরুত্বপূর্ণ সামরিক নথিপত্র ও সামরিক মানচিত্র সংগ্রহ করে। সংগ্রহ করা সামগ্রীর মধ্যে সিনিয়র ওয়ারেন্ট অফিসার উ থেট তুন আঙের পরিচয়পত্রও রয়েছে। এই হামলার সময় আরএসও প্রধানত ছোট অস্ত্র ও দূর নিয়ন্ত্রিত বিস্ফোরক সামগ্রী ব্যবহার করে। আরএসও জানিয়েছে, রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো ও তাদের বহিষ্কার করার প্রতিবাদে তারা সামরিক জান্তার ওপর এই হামলা চালিয়েছে। আরএসও আরো তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা তাদের অধিকার ফিরে পেতে এবং সামরিক নির্যাতন থেকে রোহিঙ্গা ও আরাকানকে মুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ। উল্লেখ্য, রোহিঙ্গাদের রাজনৈতিক সংগঠন হিসেবে আরএসও গঠিত হয় ১৯৮২ সালে। শিকাগো ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরএসওর-হামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ