Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন হেলিকপ্টারের বিপজ্জনক উড্ডয়ন বন্ধের দাবি জাপানের সুশীল সমাজের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২১, ৭:০৩ পিএম

জাপানের রাজধানী টোকিওর আকাশে খুব নিচু দিয়ে মার্কিন সামরিক হেলিকপ্টারের উড্ডয়ন বন্ধ করতে দেশটির সরকারের কাছে দাবি জানিয়েছে সুশীল সমাজ। টোকিওর আকাশসীমায় কেনো এত নিচ দিয়ে এসব হেলিকপ্টার বিধি ভেঙে উড্ডয়ন করে তা তদন্ত করতে জাপানের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে তারা আহ্বান জানিয়েছে। -জাপান টাইমস

সুশীল সমাজ লিখিতভাবে আবেদন ও প্রতিবাদলিপিতে মার্কিন হেলিকপ্টারের এ ধরনের বিপজ্জনক উড্ডয়ন বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে। প্রতিবাদ লিপিতে আরো বলা হয় মার্কিন হেলিকপ্টারের নিচু দিয়ে উড্ডয়নে শব্দদূষণ হচ্ছে এবং দুর্ঘটনা ঘটলে সাধারণ নাগরিকদের মৃত্যুর আশংকা তৈরি হয়েছে।

এছাড়া, সম্পদের ক্ষয়ক্ষতিও হতে পারে। আসলে কী ঘটছে এবং কেন নিয়ম ভেঙে এভাবে নিচু দিয়ে হেলিকপ্টার উড্ডয়ন করছে। জাপানের মিডিয়াগুলো এর আগে বেশ কয়েকবার রিপোর্ট করে যে, টোকিওর মধ্যাঞ্চলের ঘনবসতিপূর্ণ এলাকার আকাশের এতটা নিচু দিয়ে মার্কিন সামরিক হেলিকপ্টার প্রায়ই উড্ডয়ন করে যা জাপানের বেসামরিক বিমান চলাচল আইন বিরোধী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ