বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে শিশুসহ পালিয়ে যাওয়া রোহিঙ্গা নারী জেসমিন আক্তার (২২) পুনঃরায় হাসপাতালে ফিরে এসেছেন। নিজের স্বামীর সাথে রাগা-রাগি করে তিনি হাসপাতাল থেকে পালিয়ে গেছেন বলে পুলিশকে জানিয়েছেন।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা পুলিশের বিশেষ শাখার ওসি ফজলে রাব্বী। তিনি জানান, শুক্রবার রাতে হাসপাতালে থাকা তার স্বামী সাইফুল ইসলামের সাথে ঝগড়া হয় জেসমিনের। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার সকালের কোন এক সময় বাচ্চাকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যান তিনি। নিজের ভূল বুঝতে পেরে বিকালে পুনঃরায় হাসপাতালে ফিরে এসেছেন জেসমিন। বর্তমানে তাদের পুলিশি পাহারায় রাখা হয়েছে।
প্রসঙ্গত, হাতিয়ার ভাসানচরের আশ্রয়ন ক্লাষ্টার নং-২৭, হাউজ নং-ই,৩ বসবাস করা রোহিঙ্গা নারী জেসমিন দীর্ঘদিন ধরে গলায় টিউমার সমস্যা ভূগছিলেন। তার স্বামী সাইফুল ইসলামের সহযোগিতায় গত ২মার্চ মঙ্গলবার তাকে ভাসানচর থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে হাসপাতাল থেকে বাচ্চাসহ পালিয়ে গিয়েছিল সে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।