Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মিয়ানমারে সামরিক অভ্যূত্থান রোহিঙ্গা প্রত্যাবাসন আবারো অনিশ্চিত

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৫৫ এএম

বাংলাদেশের পার্শবর্তী দেশ মিয়ানমারে আবারো সমরিক অভ্যূত্থান ঘটেছে বলে জানা গেছে।

আজ সোমবার ভোরে সামরিক বাহিনী রাষ্ট্রের ক্ষমতা নিয়ন্ত্রণে নিয়ে দেশটির সরকার প্রধান ও রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করা শুরু করেছে।

এতে করে ২০১৭ সালে সেনাবাহিনীর নির্যাতনে মিয়ানমারের আরাকান রাজ্য থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গাদের তাদের ঘরবাড়িতে ফিরিয়ে নেয়া আবারো অনিশ্চিত হয়ে পড়ল।

বিবিসির বরাতে জানা গেছে, মিয়ানমারের সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে, সকালে অং সান সু চি এবং অন্য রাজনৈতিক নেতাদের গ্রেফতার করার পর তারা দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে।
বিতর্কিত একটি নির্বাচন নিয়ে বেসামরিক সরকার ও সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনা বাড়ার পর এই অভ্যুত্থান ঘটলো।
গ্রেফতারের পর সামরিক মিলিটারি টিভি নিশ্চিত করে যে, দেশটিতে এক বছরের জরুরী অবস্থা জারি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ