বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে বসত ঘর থেকে মকবুল আহম্মদ (৫০) নামের এক কৃষকের রক্তাক্ত ও ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে চরএলাহী ৫নং ওয়ার্ড চরবালুয়া উড়িরচর এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত মকবুল আহম্মদ ওই এলাকার মৃত হাজী ফকির আহম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে মকবুল আহম্মদের পরিবারের লোকজন তাদের এক আত্মীয়ের বাড়ীতে বিয়ের অনুষ্ঠানে যায়। নিজ বাড়ীতে একা ছিলেন কৃষক মকবুল। শনিবার সকালে আশপাশের লোকজন ঘরের ভিতর থেকে তার কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা খুলে ভিতরে গিয়ে বিচানার ওপর মকবুলের ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে চরবালুয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নাজমুল করিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে।
নিহতের ছেলে শাহজাহান বলেন, পরিবারের সবাই ফুফাতো বোনের বিয়েতে যাওয়ায় তার বাবা ঘরে একা ছিলেন। তার দাবী স্থানীয় কিছু লোকজনের সাথে জায়গা জমি নিয়ে তাদের দীর্ঘ দিনের বিরোধ আছে। গত কয়েকদিন আগেও তাদের সাথে প্রতিপক্ষের সংঘর্ষ (মারামারি) হয়েছিল। ওই বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে তিনি জানান।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, শুক্রবার রাত ১০টার পরও নিহত মকবুলের ছেলে শাহজাহানের সাথে মুঠোফোনে তার কথা হয়েছিল। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।