প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এক বছর পর ক্যামেরার সামনে দাঁড়ালেন একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। সদ্যই একটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি। নাটকটির নাম ‘ঘোর’। এটি পরিচালনা করছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। নাটকের গল্পও তার লেখা। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয়ও করেছেন। দীর্ঘ চার বছর পর এই নাটকে একসঙ্গে কাজ করছেন তারা।
নাটকের গল্পে দেখা যাবে, একটি ফ্যাশন হাউজের কর্ণধার মৌ। কম বয়েসি এক ছেলের প্রেমে পড়েন তিনি। সেই কম বয়সী ছেলেটির চরিত্রে অভিনয় করেছেন টিভি নাটকের এই সময়ের পরিচিত মুখ ফারহান আহমেদ জোভান। অর্থাৎ অসম প্রেমের গল্প নিয়ে এগিয়েছে এ নাটকের কাহিনি। এরই মধ্যে নাটকটির দুইদিনের শুটিং শেষ হয়েছে। আরো একদিনের শুটিং বাকি রয়েছে। খুব শিগগির বেসরকারি একটি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে।
দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করে মৌকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন মিলন। এ অভিনেতা বলেন, ‘মৌ আপা যেভাবে কাজে সহযোগিতা করেছেন, এতে আমি মুগ্ধ। মৌ আপা অনেক বেশি কো–অপারেটিভ। আমার মনে হয়েছে, বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য মৌ আপার মতো অভিনেত্রীকে দরকার। তিনি নিয়মিত অভিনয় করলে আমাদের নাটক আরও সমৃদ্ধ হবে।’
অন্যদিকে, এক বছর পর অভিনয়ে ফেরা ও নতুন নাটক প্রসঙ্গে মৌ বলেন, ‘এখন অভিনয়ে তেমন আগ্রহ পাই না। কারণ, ভালো গল্প পাই না। তাই গত এক বছরে কোনো কাজ করা হয়নি। তবে মিলনের নাটকের গল্পটি মনে ধরেছে। তাই কাজটি করতে রাজি হলাম। ব্যতিক্রম ধরনের একটি চরিত্রে অভিনয় করেছি। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।