Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনার টিকা নিয়েছেন সাইফ আলী খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২১, ১০:৩২ এএম
এবার ভ্যাকসিন নিলেন নবাব পুত্র সাইফ আলি খান। বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে কোভিডের ভ্যাকসিন নিতে যেতে দেখা যায় এই অভিনেতাকে। সাইফ গতকাল নিলেন করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ। নেভি ব্লু টিশার্ট, মুখে বাঁধা লাল রঙের কাপড়। ক্যামেরার সামনে দাড়িয়ে পোজও দিলেন অভিনেতা। 
 
প্রথম সারির কর্মীদের টিকা দেওয়ার পরে, ভারত সরকার প্রবীণ নাগরিকদের এবং তারপর ৪৫ বছর বা তার বেশি বয়সী লোকজনকে কোভিডের পরবর্তী টিকাকরণ শুরু করেছে। 
কিছুদিন আগে চতুর্থবার বাবা হলেন সাইফ। দুই ছেলে নিয়ে তারা এখন ৪জন। তবে তৈমুরের মতন এখনই দ্বিতীয় ছেলের ছবি প্রকাশ্যে আনতে নারাজ নবাব দম্পতি। 
 
প্রসঙ্গত, সম্প্রতি করোনার ভ্যাকসিন নিয়ে ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেতা হৃতিক রোশনের মা-বাবাকে। নিজের ইনস্টা হ্যান্ডেল থেকে ভ্যাকসিন নেওয়া কালিন সেই সময়ের ছবি শেয়ার করে পরিচালক রাকেশ রোশন ও তাঁর স্ত্রী পিংকি রোশন। 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাইফ আলী খান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ