সঞ্জয় লীলা ভনসালী ভেবেছেন।
রণবীর সিংহ করে দেখিয়েছেন। তার পরেই মাথা ঘুরে গিয়েছে বলিউডের পরিচালকদের। ইতিহাস নির্ভর ছবিতে কাউকে খল চরিত্রে রাখতেই হবে। এবং তার লুক কম-বেশি খিলজিরই মতো।
গত বছরের শেষে মুক্তি পেল আশুতোষ গোয়ারিকরের ‘পানিপথ’। সেখানে আহমেদ শাহ আবদালির চরিত্রে ছিলেন সঞ্জয় দত্ত। তার লুকেও
রণবীর সিংহ অভিনীত আলাউদ্দিন খিলজির ছোঁয়া। ‘জোধা আকবর’-এর পরিচালক আশুতোষের কাছ থেকে প্রত্যাশিত। কিন্তু তার ছবির সদাশিব রাও ভাউ-ও নাচছে ‘বাজিরাও মাস্তানি’র বাজিরাওয়েরই কায়দায়।
আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে অজয় দেবগণের প্রযোজনায় ‘তানাজি-দি আনসাং ওয়ারিয়র’, যেখানে উদয়ভানের চরিত্রে সাইফ আলী খান। প্রথমে তার লুক প্রকাশ পাওয়ার পরে ‘গেম অব থ্রোনস’-এ জন স্নোয়ের একটি লুকের সাথে হুবহু মিল পাওয়া গেছে। তা নিয়ে ভরে উঠেছিল সামাজিক মাধ্যম। তবে সিংহাসনে বসা উদয়ভানের সাথে আলাউদ্দিন খিলজির মিল বার করতে কষ্ট করতে হয় না। শুধু কালারটোনই যা আলাদা। একই ফর্মুলার ছবি যে ইন্ডাস্ট্রিতে চলছে না, ‘পানিপথ’-এ তা প্রমাণিত। ‘তানাজি’র ভাগ্যে কী রয়েছে, এখন সেটাই দেখার।