Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেলায় তোমাদের জন্য নতুন বই

প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বন্ধুরা এখন চলছে অমর একুশে গ্রন্থমেলা। মেলায় বড়দের পাশাপাশি প্রকাশিত হচ্ছে ছোটদের জন্য মজার মজার বই। আজ তেমন কিছু বইয়ের খবর জানিয়ে দেব তোমাদের।
ইঁদুর এবং দুষ্টু হাতি
বইয়ের ধরন: শিশুতোষ গল্পগ্রন্থ
লেখক: মুহম্মদ জাফর ইকবাল
প্রকাশক: চন্দ্রদীপ
প্রচ্ছদ ও অলঙ্করণ: মেহেদী হক
মূল্য: ১৫০ টাকা।
বইটি পাওয়া যাবে ২৩৮নং স্টলে।
ঘুড়ির মাঠে আয়রে সব
বইয়ের ধরন: ছড়াগ্রন্থ
লেখক: আমিনুল ইসলাম মামুন
প্রকাশক: রাতুল গ্রন্থপ্রকাশ
প্রচ্ছদ: অরূপ মজুমদার
অলঙ্করণ: শেখ সাদি
মূল্য: ৮০ টাকা।
বইটি পাওয়া যাবে ৫৯২নং স্টলে।
আহ কী মধুর বর্ষা দুপুর
বইয়ের ধরন: শিশুতোষ ছড়া
লেখক: মাহবুব লাভলু
প্রকাশনায়: ছায়াবিথী
প্রচ্ছদ: মামুন হোসাইন
অলঙ্করণ: উৎপল বর্ণ বড়ুয়া
মূল্য: ১২০ টাকা।
বইটি পাওয়া যাবে ১১৮নং স্টলে।
টুটুন ও টুম্বা ভূত
বইয়ের ধরন: শিশুতোষ গল্পগ্রন্থ
লেখক: সোহেল বীর
প্রকাশনায়: শব্দশিল্প প্রকাশন
প্রচ্ছদ ও অলঙ্করণ: ফারজানা পায়েল
মূল্য: ৮০ টাকা।
বইটি পাওয়া যাবে ৬৩৩নং স্টলে।
মা করেছে বারণ
বইয়ের ধরন: শিশুতোষ ছড়াগ্রন্থ
লেখক: পলাশ মাহবুব
প্রকাশনায়: পাঞ্জেরি প্রকাশন
দোল দিয়ে যায় বাতাস এসে
বইয়ের ধরন: কিশোর কবিতা
লেখক: মামুন সারওয়ার
প্রকাশনায়: ছায়বিথী প্রকাশন
প্রচ্ছদ: হাশেম খান
অলঙ্করণ: মামুন হোসাইন
বইটি পাওয়া ১১৮নং স্টলে।
গ্রন্থনা : রবিউল কমল



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেলায় তোমাদের জন্য নতুন বই

৮ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন