সড়ক দুর্ঘটনায় জিডিপির ক্ষতি ১ দশমিক ৬ শতাংশ
অর্থনৈতিক রিপোর্টার : সড়ক দুর্ঘটনার আর্থিক ক্ষতি বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির ১ দশমিক ৬ শতাংশ বলে জানিয়েছে ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল
জুলফিকার আলী
বইমেলা
বই মেলাতে বছর বছর
লোকের লাগে ভিড়,
তবু যেন বিক্রি খাতায়
বিক্রিতে জাগে ধীর!
বই মেলাতে সবাই যায়না
বই কিনতে বুঝি,
কিছু লোক ঘুরতে যায় মিছিমিছি
সারা দিনতে দুঝি!
দুঝি মানে দুজন আছে
জবাব তাদের রেডি,
বইয়ের মূল্য অনেক চড়া
বলছে আমাদের টেডি!
কিনব কেমনে অত দামে বই
বলে দেখাই অযুহাত,
বই করতে খরচা আছে-
জানো কি?কযু জাত!
কযু জাত অনেক টাকা
খরচ করে মার্কেটে,
থাক!এসব কথা বলতে গেলে
যাবে পরে তার কেটে!
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।