Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

এ বছরের দ্বিতীয়ার্ধে বিশ্বব্যাপী তেলের চাহিদা পুনরুদ্ধার হবে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২১, ১২:০৪ এএম

সউদী আরমকোর প্রধান নির্বাহী মঙ্গলবার তেল ও গ্যাস সম্মেলনে বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা পুনরুদ্ধার হচ্ছে এবং পরের বছর প্রাক-মহামারী পর্যায়ে ফিরে আসতে পারে।
আমিন নাসের আইএইচএস মার্কিতের অনলাইন সেরাকউইক সম্মেলনে বলেছেন, বছরের দ্বিতীয়ার্ধ থেকে তেলের বিশ্বব্যাপী চাহিদা পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ২০২২ সালে প্রতিদিন (বিপিডি) ৯৯ মিলিয়ন ব্যারেল পৌঁছতে পারে।

ডোর টু ডোর ডেলিভারির কারণে বিশ্বব্যাপী ডিজেলের চাহিদা পুনরুদ্ধার হয়েছে, যদিও লোকেরা দীর্ঘ ফ্লাইট এড়ানোর কারণে জেট জ্বালানী পিছিয়ে রয়েছে- নাসেরের সাথে একই প্যানেলে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন শেভরনের সিইও মাইকেল ওয়ার্থ।
নাসের বলেন, পশ্চিমে ভ্যাকসিন কার্যকর হওয়ার সাথে সাথে চীন, ভারত এবং পূর্ব এশিয়ায় তেলের চাহিদার উন্নতি হওয়ায় আশা জেগেছে। সূত্র : আল-আরাবিয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ