Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইভটিজিংয়ের দায়ে জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারীর কারাদন্ড

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২১, ৪:১৮ পিএম

টাঙ্গাইলে এক নারীকে ইভটিজিংয়ের দায়ে জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারি রেজাউল করিমকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আইয়ূবীর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মো. আতাউল গনি এ তথ্যটি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত রেজাউর করিম জেলা প্রশাসক কার্যালয়ের অভিযোগ ও তথ্য শাখার অফিস সহকারি কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে চাকরি করেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, রেজাউল করিম তার পাশের কোয়াটারে থাকা এক নারীকে ইভটিজিং করে আসছিল। বিষয়টি ওই নারী জেলা প্রশাসক কার্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তাকে অবগত করেন। তথ্য প্রমাণের ভিত্তিতে বুধবার (৩ মার্চ) রাতে ভ্রাম্যমাণ আদালতে রেজাউল করিমকে হাজির করলে তিনি ইভটিজিং-এর কথা স্বীকার করেন। পরে বিচারক সালাউদ্দিন আইয়ূবী তাকে এক মাসের কারাদÐের আদেশ দেন। পরে বৃহস্পতিবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়।

জেলা প্রশাসক মো. আতাউল গনি বলেন, ‘সাজাপ্রাপ্ত রেজাউল করিমকে চাকরি থেকে সাময়িক বহিস্কার করা হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ