Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে দুই লাশ উদ্ধার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি। | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২১, ১২:২৪ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ হযরত আলী মোল্লা (৬০) ও আলেছা খাতুন (২২) নামে দুই মৃতদেহ উদ্ধার করেছে। গতকাল বুধবার মির্জুাপুর থানা পুলিশ উপজেলার মহেড়া ইউনিয়নের কুমুল্লি বিল ও গোড়াই দক্ষিণ নাজিরপাড়া থেকে তাদের মৃতদেহ উদ্ধার করেন।

হযরত আলী মহেড়া ইউনিয়নের দেওভোগ উত্তরপাড়া গ্রামের মৃত. কুদরত আলী মোল্লার ছেলে এবং আলেছা খাতুন শেরপুরের শ্রীবরতী উপজেলার রাঙ্গাজান গ্রামের দবির হোসেনের স্ত্রী।

পুলিশ জানান, গত ২৩ ফেব্রæয়ারি রাতে খাবার শেষে হযরত আলী মোল্লা দেওভোগ গ্রামের পাশে কুমুল্লি বিলে মাছ ধরতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ থাকেন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধায় মিলেনি। গতকাল বুধবার সকাল এগারোটার দিকে হযরতের ভাতিজা বিলের পাশে জমিতে সার দিতে গেলে দুর্গন্ধ পান। পরে স্থানীয় লোকজনকে ডেকে খোঁজাখুঁজি করে অর্ধগলিত মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন। তার মাথায় ও শারীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পরে পরিবারের লোকজন তার পরিচয় নিশ্চিত করেন। ময়না তদন্ত শেষে পুলিশ মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। হযরত আলীর ছেলে সুজন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে মির্জাপুর থানায় একটি মামলা করেন।

এছাড়া বুধবার বিকেলে মির্জাপুর থানা পুলিশ গোড়াই শিল্পাঞ্চল এলাকার দক্ষিণ নাজির পাড়ার একটি ভাড়া বাসা থেকে আলেছা খাতুন নামে এক গার্মেন্টকর্মীর মৃতদেহ উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, কয়েক মাস আগে গার্মেন্ট কর্মী দবির হোসেনের সঙ্গে আলেছা বেগমের বিয়ে হয়। তারা দক্ষিণ নাজিরপাড়া গ্রামের আবু সিদ্দিকীর বাড়িতে ভাড়া থাকতেন এবং একই গার্মেন্টে চাকরি করতো। বিয়ের পর থেকে তাদের মধ্যে কলহ লেগেই থাকতো। বুধবার সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায় স্বামী দবির হোসেন স্ত্রী আলেছাকে ঘরের ভেতর হত্যা করে পালিয়ে যায়। আলেছার সহকর্মীরা কর্মস্থলে যাওয়ার জন্য ডাকতে গেলে ঘরের ভেতর তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করা হয়েছে। দুটি মৃতদেহেই আঘাতের চিহ্ন রয়েছে। থানায় মামলা হয়েছে। আলেছার স্বামী পলাতক রয়েছে। প্রকৃত আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
মির্জাপুরে ৮ম শ্রেণির ছাত্রীর আতœহত্যা

বুধবার বিকেলে লিজা আক্তার নামে ৮ম শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করেছে বলে জানা গেছে। লিজা উপজেলার তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের আব্দুল লতিফ মিয়ার মেয়ে।

মির্জাপুর থানার উপপরিদর্শক মো. ফয়েজ আহমেদ জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ