Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নান্দাইলে ফলাফল ছিনতাইয়ের অভিযোগে বিএনপি প্রার্থীর পুন:নির্বাচন দাবি

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২১, ৭:০৯ পিএম

ময়মনসিংহের নান্দাইল পৌরসভা নির্বাচনে ভোটের ফলাফল ছিনতাইয়ের অভিযোগ এনে নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী এএফএম আজিজুল ইসলাম পিকুল। বৃহস্পতিবার দুপুরে (৩ মার্চ) এক লিখিত অভিযোগপত্রে এ দাবি করেন।

লিখিত অভিযোগে জানানো হয়, নির্বাচনের শুরু থেকেই আওয়ামীলীগ প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছে কিন্তু কর্তৃপক্ষ কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। স্থানীয় আওয়ামীলীগ দলীয় এমপি নিয়মিত নির্বাচনী মাঠে আচরনবিধি লঙ্ঘন করে প্রচার-প্রচারণা ও সমাবেশে অংশগ্রহণ করেছে। এতেও কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয়নি। নৌকার প্রচারণায় যেসব সরকারী কর্মকর্তা-কর্মচারী প্রকাশ্যে অংশগ্রহণ করেছে তাদের নিয়োগ দেয়া হয়েছে নির্বাচনী প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং। নির্বাচন শেষে এজেন্টদের ফলাফল শিট না দিয়ে জোরপূর্বক স্বাক্ষর নেয়া হয়েছে।

বিএনপি দলীয় প্রার্থী এএফএম আজিজুল ইসলাম পিকুল আরো জানান, আওয়ামীলীগ দলীয় প্রার্থী রফিকুল উদ্দিন ভুঁইয়া নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে শুরু হতেই আচরনবিধি লঙ্ঘন করে ইভিএম মেশিনের মাধ্যমে সু-পরিকল্পিতভাবে ফলাফল ছিনতাই করেছেন। অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দেয়া হোক।

সূত্রমতে, গত ২৮ ফেব্রুয়ারী শনিবার ময়মনসিংহের নান্দাইল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১০ হাজার ৫৭ ভোট পেয়ে আওয়ামী লীগ –মনোনীত প্রার্থী রফিক উদ্দিন ভূঁইয়া মেয়র নির্বাচিত হন। এর বিপরীতে বিএনপি মনোনীত প্রার্থী এএফএম আজিজুল ইসলাম পিকুল পেয়েছেন ৬ হাজার ৭২৫ ভোট।

এবিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ সিনিয়র নির্বাচন কর্মকর্তা দেওয়ান সারোয়ার জাহান বলেন, নির্বাচন বিষয়ে অভিযোগ করতে হবে সংশ্লিষ্ট ট্যাইবুনালে। আমাদের কাছে কিছু করার নেই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ময়মনসিংহ

২৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ