Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাইপে মোকাবিলায় প্রস্তুত মার্জিয়ারা

প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার: এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে শক্তিশালী চাইনিজ তাইপেকে মোকাবিলায় প্রস্তুত লাল-সবুজের কিশোরীরা। ‘সি’ গ্রুপে সেরা হওয়ার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ ও তাইপে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। বিটিভি ওয়ার্ল্ড খেলা সরাসরি সম্প্রচার করবে। এ ম্যাচে যারা জয়ী হবে তারাই টিকিট কাটবে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের।  
তিন ম্যাচ শেষে সমান ৯ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলে শীর্ষে এখন চাইনিজ তাইপে। সমীকরণ তাই পরিষ্কার ২০১৭ সালে চীনে অনুষ্ঠিত মূলপর্বে যেতে হলে তাইপেকে হারানোর বিকল্প নেই কৃষ্ণা রাণীদের। কঠিন বৈতরণী;  তবে পার হওয়া নিয়ে চিন্তিত নন বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চাইনিজ তাইপে কঠিন প্রতিপক্ষ। ওদের খেলা আমি দেখেছি। তবে দল যতই শক্তিশালী হোক না কেন আমরা চিন্তিত নই। প্রথম তিন ম্যাচে যেভাবে খেলেছি, তাইপের বিপক্ষেও সেভাবেই খেলব। আক্রমণাত্মক খেলা দিয়েই মেয়েরা জয় তুলে আনবে। দলকে সেভাবেই প্রস্তুত করেছি আমি।’ যেখানে ছেলেদের জাতীয় দল একের পর এক ব্যর্থতা উপহার দিয়ে হতাশায় ডুবাচ্ছে জাতিকে, সেখানে অনূর্ধ্ব-১৬ দলের কিশোরীরা স্বপ্ন দেখাচ্ছে সেরা হওয়ায়। তিন ম্যাচে একটি গোলও হজম করতে হয়নি। উল্টো প্রতিপক্ষের জালে ১৮ গোল পুরেছে বাংলাদেশের মেয়েরা। তারপরও চাইনিজ তাইপের বিপক্ষে অতি আত্মবিশ্বাসী হওয়ার সুযোগ নেই বাংলাদেশের। কারণ এ দলটিও টুর্নামেন্টে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছে। তিন ম্যাচে ২১ গোলের বিপরীতে, হজম করেছে মাত্র একটি। আজকের ম্যাচে মাঠে নামার আগে তাই গোছালো রক্ষভাগের পাশাপাশি গোলরক্ষক মাহমুদার প্রতি বাড়তি নজর কোচ ছোটনের। তিনি বলেন, ‘এটা ঠিক যে আগের তিন ম্যাচে আমাদের গোলরক্ষককে সেভাবে পরীক্ষায় নামতে হয়নি। অনেকটা সময়ই সে বলহীন ছিল। কিন্তু তাইপে ম্যাচে এমনটা ভাবা ভুল হবে। তাই এই ম্যাচকে সামনে রেখে আমাদের গোলরক্ষককে বাড়তি অনুশীলন করানো হয়েছে। রক্ষণভাগকেও তাদের পরিকল্পনা বুঝিয়ে দেয়া হয়েছে।’
টানা তিন জয়ে এখন ফুরফুরে মেজাজেই আছেন কৃষ্ণা রাণী, মারিয়া, মার্জিয়া, সানজিদারা। তাই গতকাল অনুশীলনে তাদের চোখে-মুখে আনন্দের আভা লক্ষ করা গেছে। কার্ড সমস্যা নেই। ইনজুরিমুক্তই আছে বাংলাদেশ দল। তাইপের বিপক্ষে পূর্ণশক্তির দল নিয়ে ঝাঁপিয়ে পড়বে লাল-সবুজরা। এ প্রসঙ্গে ছোটনের কথা, ‘আমার দলে কোনো ইনজুরি সমস্যা নেই। পূর্ণশক্তির দল নিয়েই চাইনিজ তাইপেকে মোকাবিলায় প্রস্তুত আমরা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাইপে মোকাবিলায় প্রস্তুত মার্জিয়ারা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ