Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডকে নিয়ে ভয় পাচ্ছেন না সাব্বির

প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ৫০ ওভারের ক্রিকেটে হাওয়ায় উড়ছে ইংল্যান্ড। শ্রীলঙ্কাকে ৩-০তে উড়িয়ে দিয়ে পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশের হাতছানি এখন ইংল্যান্ড দলের। নটিংহামে বিশ্বরেকর্ড ৪৪৪/৩ স্কোরে বিশ্বকে চমকে দিয়েছে মরগানের দল। চলমান ওয়ানডে সিরিজের সব ক’টি ম্যাচেই পাকিস্তানকে নিয়ে ছেলেখেলা করেছে ইংল্যান্ড! বছরটিতে ১৪ ওয়ানডে খেলে ফেলেছে ইতোমধ্যে ইংল্যান্ড, সেখানে বাংলাদেশ দল ওয়ানডের বাইরে ১০ মাস। সে কারনেই ইংল্যান্ডের বিপক্ষে আগামী  মাসে ওয়ানডে সিরিজে সফরকারীরা রাঙাচ্ছে চোখ। তবে বাংলাদেশের মাটিতে ইংল্যান্ডকে ধুঁকতে হবে বাংলাদেশের স্পিন অ্যাটাকে, সেটাই মনে করছেন আক্রমণাত্মক ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মানÑ‘ঘরের মাঠে সবারই অন্য চেহারা থাকে। সেটা ভারত, পাকিস্তান, ইংল্যান্ড সবাই হতে পারে। ইংল্যান্ড এখানে আমাদের স্পিন আক্রমণে পেরে উঠবে না। ওদের টিকে থাকতে হলে আমাদের স্পিন আক্রমণের বিপক্ষে লড়াই করতে হবে।’
হোমে সর্বশেষ ১৩ ম্যাচে ১১টিতে জিতেছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো জায়ান্টদের বিপক্ষে সিরিজ জয়ে অন্য এক বাংলাদেশ দলকে দেখেছে বিশ্ব। সে কারণেই পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের বিশ্বরেকর্ড স্কোর দেখে ভয় পাবার পাত্র নন সাব্বির। বরং ইংল্যান্ডের স্কোর যতো বড়ই হোক না কেন, তা চেজ করার চ্যালেঞ্জ ছুঁড়েছেন সাব্বিরÑ‘ওরা এখানে এসে ৪০০ রান করবে কিভাবে? ওরা যদি তা করতে পারে, তাহলে  আমাদের ব্যাটসম্যানরা ওই স্কোর চেজ করতে সক্ষম।’
২০১৪ সালে অনুষ্ঠিত এশিয়া কাপে ফতুল্লায় আফগানিস্তানের কাছে হারের জবাবটা গতবছরে অনুষ্ঠিত বিশ্বকাপে ক্যানবেরায় দিয়েছে বাংলাদেশ দল। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সব ক’টিতে জিততে চান সাব্বির। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশ দীর্ঘদিন থাকায় সেই সুযোগ নিতে পারে, তা অবশ্য মনে করছেন না তিনিÑ‘ছয় মাস ধরে আমরা কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। আফগানিস্তান ভালো দল। ২০১৪ সালে আমরা ওদের কাছে হেরেছিলাম। এবার চেষ্টা করবো সবগুলো ম্যাচ জেতার জন্য।’
ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ এবং বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে আফগানিস্তানের। বাংলাদেশ ক্রিকেটারদের সবাইকে তারা চেনেন। আফগানিস্তান ক্রিকেটারদের সম্পর্কে বিস্তর ধারনাও আছে বাংলাদেশ ক্রিকেটারদের। তাদের দুবলতম জায়গায় আঘাত হানার কৌশলই এখন খুঁজছেন সাব্বিরÑ‘আমাদের এখানে ঘরোয়া ক্রিকেটে তাদের অনেকেই খেলে গেছে। তারাই হয়তো জাতীয় দলে থাকবে। ওদের দুর্বলতা এবং শক্তিমত্তা নিয়ে আমরা কাজ করছি। দুই দলই স্পিন ও পেসÑদুটোই ভালো খেলে। আশা করি, ভালো একটা সিরিজ হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইংল্যান্ডকে নিয়ে ভয় পাচ্ছেন না সাব্বির
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ