Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রমোশন পেয়ে সহকারী কোচ হ্যালসল

ব্যাটিং পরামর্শক সামারাবীরা : স্পিন বোলিং কোচের জন্য অপেক্ষা

প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : কোচিং প্রোফাইলটা মোটামুটি বলার মতো। ২০০৭ সালে ইংল্যান্ড ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হিসেবে আন্তর্জাতিক কোচিং ক্যারিয়ার শুরু করেছেন রিচার্ড হ্যালসল।  ২০১৪ সালে হাতুরুসিংহের সাপোর্টিং স্টাফে রিচার্ড হ্যালসল ফিল্ডিং যুক্ত হন, তার ঠিক আগে ইংল্যান্ড ক্রিকেট দলের সহকারী কোচের দায়িত্বটা পালন করেছেন তিনি। তাও আবার খন্ডকালীন মেয়াদে নয়, ২০১১-২০১৪, এই তিন বছর ছিলেন ইংল্যান্ড দলের সহকারী কোচ।  ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ফিল্ডিং কোচ হিসেবে বিসিবি’র সঙ্গে চুক্তি নবায়ন হয়েছে হ্যালসলের। তবে  সহকারী কোচ শ্রীলংকান রুয়ান কালপাগেকে চাকুরী থেকে বরখাস্ত করায় ফিল্ডিং কোচ থেকে সহাকারী কোচ পদে পদোন্নতি দেয়া হয়েছে রিচার্ড হ্যালসলকে। গতকাল সিঙ্গাপুর থেকে ঢাকায় পা রেখে বিমানবন্দরে এ সিদ্ধান্তের কথাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপিÑ‘  কোচিং স্টাফে কিছু ঘাটতি আছে। তাই ফিল্ডিং কোচ  রিচার্ড হ্যালসলকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিচ্ছি।’
সহকারী কোচ রুয়ান কালপাগে হাতুরুসিংহের ডেপুটি হিসেবে শুধু দায়িত্ব পালন করেননি, বাংলাদেশ দলের স্পিন কোচের বাড়তি দায়িত্বটাও ছিল তার উপর। রুয়ান কালপাগের চাকুরী চলে যাওয়ায় তাই স্পিন কোচের প্রয়োজনটা একটু বেশিই অনুভুত হচ্ছে। হোমে পর পর ২টি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলের বোলিংয়ে স্পটলাইটটা যখন থাকছে স্পিনারদের উপর, তখন স্পিন কোচের সন্ধানে চিরুনী অভিযান পর্যন্ত দিয়েছে বিসিবি। তবে পছন্দের কাউকে আপাতত: পাওয়া যাচ্ছে না। সে কারনেই এই দু’টি সিরিজকে সামনে রেখে আর স্পিন কোচ নয়,  এ বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে দলের সঙ্গে স্পিন কোচ যুক্ত করার কথা ভাবছে বিসিবি। এ পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপিÑ‘ এত অল্প সময়ের মধ্যে ভালো মানের স্পিন কোচ নিয়োগ দেওয়া টা কঠিন। তবে আমরা চেষ্টা করছি নিউজিল্যান্ড সিরিজের আগেই দলের সঙ্গে ওয়ালশের মত হাই প্রোফাইল কোন কোচ নিয়োগ দিতে।’
এদিকে হোমে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং  ইংল্যান্ডের বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ অপেক্ষা করছে বলে  শ্রীলংকার সাবেক টেস্ট ক্রিকেটার থিলান সামারাবীরাকে খন্ডকালীন ব্যাটিং পরামর্শক কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে বিসিবি। শুক্রবার সকালে সিঙ্গাপুর থেকে ঢাকায় নেমে এ তথ্য দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপিÑ‘ ব্যাটিং পরামর্শক হিসেবে থিলান সামারাবীরাকে  আপাতত: ইংল্যান্ড সিরিজের জন্য নিয়োগ দিব।  এরপর চুক্তির মেয়াদ বাড়ানো যায় কিনা সেটা নিয়ে আলোচনা করবো।’   ক্রিকেট ক্যারিয়ার ছেড়ে থাকেন সামারাবীরা অস্ট্রেলিয়ায়।  অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালনের অতীত আছে তার। শ্রীলংকা সফরকে সামনে রেখে গত জুন থেকে আগস্টÑএই তিন মাস ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশেষ অ্যাসাইনমেন্ট হিসেবে ব্যাটিং পরামর্শকের দায়িত্ব  পেয়েছিলেন শ্রীলংকার সাবেক এই মিডল অর্ডার।  খন্ডকালীন পরামর্শক ব্যাটিং কোচ হিসেবে ঢাকায় আসবেন  সামরাবীরা আগামী ১৯ সেপ্টেম্বর। গতকাল মিডিয়াকে তা নিশ্চিত করেছেন বিসিবি সভাপতিÑ‘ হাথুরুসিংহের কাজের চাপ কমাতেই সামারাভিরাকে কাজে লাগানোর চিন্তা করেছে বিসিবি।’
নুতন কোন খবর নেই, এ ক’দিন মিডিয়ায় যে সব খবর বেরিয়েছে, সেই সব সংবাদই নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি। আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজের ঘোষনা এবং সূচী  বিসিবি’র আগে জানিয়ে দিয়েছে আফগানিস্তান বোর্ড। কোর্টনি ওয়ালশকে বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব দেয়ার সংবাদটাও উইন্ডিজ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট করেছে আগে প্রকাশ। তবে একটা খবর আগাম দিয়েছেন বিসিবি সভাপতিÑখবরটা হলো ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের বিশেষজ্ঞ বোলিং কোচের দায়িত্ব নিতে আজ আসছেন ক্যারিবিয়ান লিজেন্ডারী কোর্টনি ওয়ালশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রমোশন পেয়ে সহকারী কোচ হ্যালসল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ