বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার হয়ে কারাবন্দী লেখক মুশতাক আহমেদের (৫৩) মৃত্যুর বিষয়টি হলফনামা আকারে দাখিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি এম.ইনায়েতুর রহিম এবং বিচারপতি মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়–য়া এ হলফনামা দাখিল করেন। এ বিষয়ে আজ (বুধবার) শুনানি হওয়ার কথা রয়েছে।
গত ২৫ ফেব্রæয়ারি কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেলে অসুস্থ হয়ে ইন্তেকাল করেন লেখক মুশতাক আহমেদ। গত বছন ৫ মে কার্টুনিস্ট আহমেদুল কবীর কিশোরসহ ১১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মামলায় তাদের বিরুদ্ধে ‘আই অ্যাম বাংলাদেশী’ নামক ফেসবুক পেজে রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুন্ন করতে বা বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশে অপপ্রচার বা গুজবসহ বিভিন্ন ধরণের পোস্ট দিয়েছেন-মর্মে অভিযোগ আনা হয়। এ মামলায় গ্রেফতার হয়ে কারাবন্দী ছিলেন মুশতাক আহমেদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।