বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অনুমোদনবিহীন নর্দান মেডিকেল প্রাইভেট কলেজের মাইগ্রেশনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার রংপুর মহানগরীতে আবারও সড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
সকাল ১১ টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা নগরীর মেডিকেল পুর্বগেট এলাকায় নর্দান প্রাইভেট মেডিকেল কলেজের সামনের সড়কে অবস্থান নেয়। এসময় রংপুর-গঙ্গাচড়া-লালমনিরহাট সড়কে ১ যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ৩ কিলোমিটার দুরে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন ও সমাবেশ করে।
এসময় শিক্ষার্থীলা অভিযোগ করেন, সোমবার দুপুরে ক্যাম্পাসের সামনে শান্তিপুন অবস্থান কর্মসূচির সময় মালিক পক্ষের লেলিয়ে দেয়া সন্ত্রাসী কলেজের অফিস সহকারী আহসান হাবিব সবুজের নেতৃত্বে মুখোশধারী লোকজন হামলা চালায় এবং ১৫-১৬ সেশনের শিহাব আহমেদকে তুলে নিয়ে গিয়ে মারপিট করে। গুরুতর আহত হয়ে তিনি এখন হাসপাতালে। এসময় তারা হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি, নিজেদের নিরাপত্বা ও মাইগ্রেশনের দাবি জানান।
শিক্ষার্থীরা জানান, মাইগ্রেশন দেয়ার বিষয়ে গত ১৬ ফেব্রুয়ারি বিএমডিসি চেয়ারম্যান ডঃ শহীদুলাহ দেয়া ঘোষণার ১৪ দিনে ও বাস্তবায়ন না হওয়ায় ২৪ তম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষাথীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।