Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরো আট হাজার পুলিশ চাকরি হারালো তুরস্কে

প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অভ্যুত্থান-পরবর্তী বিচার বিভাগের ভূমিকার ভূয়সী প্রশংসা এরদোগানের

ইনকিলাব ডেস্ক : তুরস্কে গত ১৫ জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে আরও প্রায় ৮ হাজার পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার জানায়, ৩২৩ জন কর্মকর্তসহ মোট ৭ হাজার ৬৬৯ জন নিরাপত্তা বাহিনীর সদস্যকে বরখাস্ত করা রহয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সেনাবাহিনীর আরও ৮২০ জন সদস্যকে বরখাস্ত করা হয়েছে। তবে এদের মধ্যে জেনারেল বা এডমিরাল পদের কেউ নেই। এদের ৬৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়া, বৃহস্পতিবার ৫৪৩ জন আইনজীবী ও বিচারককেও বরখাস্ত করা হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে অপসারণ করা হয় ৫২০ জনকে। ব্যর্থ অভ্যুত্থান-পরবর্তী তুরস্কে অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে এটাই সর্ব সাম্প্রতিক ব্যবস্থা। তুরস্ক ওই ওই অভ্যুত্থান প্রচেষ্টার জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে দায়ী করে আসছে। ১৫ জুলাইয়ের ওই ঘটনায় অভ্যুত্থান প্রচেষ্টার ২৪ মূল হোতাসহ ২৪০ জন নিহত হয়। গুলেন অবশ্য তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেন, গত মাসে ৪০ হাজারা লোককে আটক করা হয়, যাদের মধ্যে ২০ হাজারেরও বেশি এখনো আটক আছে। এদিকে, তুরস্ক বৃহস্পতিবার জানিয়েছে, প্রতিবেশী সিরীয় সীমান্তবর্তী এলাকায় সামরিক অভিযানের নবম তম দিনে বিভিন্ন গ্রাম আইএসমুক্ত করা হয়েছে। আঙ্কারা সরকার তুরস্কের ভূ-খ- থেকে আইএস জিহাদি ও কুর্দি গেরিলাদের বিতাড়িত করতে সামরিক অভিযানের নির্দেশ দেয় এবং সিরিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়। আঙ্কারা মার্কিন মদদপুষ্ট কুর্দি গেরিলাদের সংগঠন ওয়াইপিজি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান স্পষ্টভাবে বলেন, কোন সন্ত্রাসী সংগঠনকে তুরস্কের মাটি ব্যবহার করতে দেয়া রহবে না। ইউফ্রেটিস নদীর পূর্ব তীরে কুর্দিরা ঘাঁটি করেছে বলে যে খবর শোনা গেছে, এরদোগান তা প্রত্যাখ্যান করেন। অপর খবরে বলা হয়, ১৫ জুলাই ব্যর্থ অভ্যুত্থানের পর দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তুরস্কের বিচার বিভাগের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। দেশটির বিচার বিভাগের নতুন বর্ষ শুরু উপলক্ষে আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই প্রশংসা করেন। তুর্কি প্রেসিডেন্ট বিচার বিভাগের ইতিবাচক ভূমিকার প্রশংসা করতে গিয়ে বলেন, বিচার বিভাগ একমাত্র প্রতিষ্ঠান যা ১৫ জুলাই রাতের উড়ন্ত রঙের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ১৫ জুলাই রাতের ঘটনায় নেপথ্যে জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে ফেতুল্লাহ গুলেনের সন্ত্রাসী সংগঠনের (এফইটিও) সঙ্গে জড়িত ৩৪৯৫ জন বিচারক ও প্রসিকিউটরকে এ পর্যন্ত আটক করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এরদোগান বলেন, আটককৃতদের বিষয়ে বিচার বিভাগের কোনো দুর্বলতা থাকবে না বলেই আমি বিশ্বাস করি। এটা বাস্তব ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ নজীর স্থাপন করবে। প্রেসিডেন্সিয়াল প্যালেসে আয়োজিত নতুন বিচারিক বছর উদ্বোধনী অনুান সম্পর্কে প্রেসিডেন্ট এরদোগান বলেন, এটা ছায়া না, এটা বিচার বিভাগের স্বাধীনতার প্রতীক। এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা বাড়ায়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম ও তুর্কি পার্লামেন্টের স্পিকার ইসমাঈল কাহরামান ছাড়াও বিচারক, প্রসিকিউটর ও অতিথিসহ অন্তত ১৫০০০ লোক উপস্থিত ছিলেন। তুর্কি সরকার বলছে, গেল ১৫ জুলাইয়ের ব্যর্থ সেনা অভ্যুত্থানের ঘটনায় ২৪০ জন ব্যক্তি শাহাদাতবরণ করেন। সূত্র : ডয়েস ভেলে, আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরো আট হাজার পুলিশ চাকরি হারালো তুরস্কে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ