Inqilab Logo

শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাপানের প্রধানমন্ত্রীর ছেলের নৈশভোজ বিতর্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২১, ১২:০২ এএম

জাপানের প্রধানমন্ত্রী হিসেবে সুগা ইয়োশিহিদে দায়িত্ব গ্রহণ করেছিলেন ২০২০ সালে। এর এক বছর আগে তার বড় ছেলে সুগা সেইগোর দেওয়া একটি ব্যয়বহুল নৈশভোজে অংশ নেওয়াকে কেন্দ্র করে পদত্যাগ করেছেন সুগার জ্যৈষ্ঠ প্রেস কর্মকর্তা মাকিকো ইয়ামাদা। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। সোমবার জাপান সরকার এ তথ্য জানিয়েছে। মাকিকো ইয়ামাদা মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন বিভাগের সচিব পদে ছিলেন। তিনি সুগার সংবাদ সম্মেলন আয়োজন করতেন। ২০১৯ সালের সেই নৈশভোজে তিনিও ছিলেন। তখন তিনি স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয়ের আমলা হিসেবে দায়িত্বরত ছিলেন। সেইগো টেলিভিশন অনুষ্ঠানের নির্মাতা ও উপগ্রহ স¤প্রচার চালায় এমন একটি কোম্পানিতে চাকরি করেন। এসব কোম্পানির লাইসেন্স সাধারণত জাপানের যোগাযোগ মন্ত্রণালয় থেকেই দেওয়া হয়। নিক্কিই এশিয়া জানিয়েছে, মাকিকো হাসপাতালে ভর্তি হয়েছেন। পদত্যাগপত্রে তিনি জানিয়েছেন, দায়িত্ব পালনের মতো সামর্থ্য তার নেই। কিওডো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপানের-প্রধানমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ