মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রিপাবলিকান পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিবেন না সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং তিনি ২০২৪ সালে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিতে পারেন। কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে তিনি এ ঘোষণা দিতে পারেন বলে ফক্স নিউজ জানিয়েছে। গত মাসে হোয়াইট হাউজ ছাড়ার পর দলের নেতাদের সঙ্গে খুব কমই যোগাযোগ করেছেন ট্রাম্প। এমনকি সমর্থকদের প্রতি তার বিবৃতি বা মন্তব্যের হার ছিল একেবারেই কম। রোববার কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সকে সামনে রেখে আবারও ট্রাম্পের বিষয়টি সামনে চলে এসেছে। সম্মেলনে ট্রাম্প যে লিখিত ভাষণ দিবেন তার কিছু অংশ ফক্স নিউজের কাছে এসেছে। দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার এবং নতুন দল গঠনের যে গুজব উঠছিল ট্রাম্প তাতে ঠান্ডা পানি ঢেলে দেবেন বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি। ট্রাম্পের ভাষণটি ৯০ মিনিটের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি তার বক্তৃতায় নতুন প্রেসিডেন্ট জো বাইডেনর অভিবাসনসহ বিভিন্ন নীতির কঠোর সমালোচনা করতে পারেন। ক্ষমতা ছাড়ার পর রোববার প্রথমবারের মতো জনসম্মুখে আসেন ট্রাম্প। ফ্লোরিডায় রক্ষণশীলদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তার নতুন দল গড়ার সব গুঞ্জন তিনি উড়িয়ে দেন। বলেন, এ সবই ভুয়া খবর। দল ভাঙা নয় বরং সবাইকে নিয়ে রিপাবলিকান দলকে আরো শক্তিশালী করার অঙ্গীকার করেন ট্রাম্প। সবশেষ ১৩ নভেম্বরের নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে প্রমাণ ছাড়াই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করে আসছিলেন ট্রাম্প। রোববারের বক্তব্যেও তার ব্যত্যয় ঘটেনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র সমালোচনা করার পাশাপাশি আগামী ২০২৪ সালের নির্বাচনে পুনরায় প্রেসিডেন্ট পদে লড়াই করার ইঙ্গিত দেন ট্রাম্প। নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে জো বাইডেনের ক্ষমতাগ্রহণ ঠেকাতে সমর্থদের উস্কে দিয়েছিলেন সাবেক এ প্রেসিডেন্ট। তার উস্কানিতেই গত ৬ জানুয়ারি পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে নজিরবিহীন সহিংসতা চালায় ট্রাম্প সমর্থকরা। এর জেরে এখনো ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ রয়েছেন ট্রাম্প। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।