গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : রাজধানীর ওয়ারী থানা এলাকার একটি ফ্ল্যাটে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় নাতির পর এবার মারা গেলেন দাদী পারুল আক্তার (৬৫)। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট টিপু সুলতান রোডের চারতলা বাড়ির তৃতীয় তলায় ব্যবসায়ী ফয়সাল শিকদারের ফ্ল্যাটে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফয়সালের মা পারুল আক্তার ও তার (ফয়সাল) ছেলে ফাহিম দগ্ধ হন। ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, পারুল আক্তারের শরীরের ৩৭ শতাংশ পুড়ে গিয়েছিল। আর ফাহিম শিকদারের শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। ঘটনার পর দিন গত ২৮ আগস্ট ফাহিম শিকদার (১৪) বার্ন ইউনিটে মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।