মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানকে চার লাখ ডোজ করোনার ভ্যাকসিন দিচ্ছে চীন। সোমবার আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা গোলাম দস্তগির নাজারি বলেন, মস্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে টিকা দেওয়ার বিষয়টি জানিয়েছেন কাবুলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। এর আগে ভারতের কাছ থেকে পাঁচ লাখ টিকা পেয়েছে আফগানিস্তান।
আফগানিস্তানের কর্মকর্তারা জানান, চীনে তৈরি সিনোফার্মের টিকাই দেয়া হবে। তবে কবে নাগাদ এসব টিকা আফগানিস্তানে পৌঁছাবে, সেই বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি তারা। চীনা সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচ)। এর আগেই ভারতের কাছ থেকে উপহার হিসেবে যে পাঁচ লাখ টিকা আফগানিস্তান পেয়েছে, সেগুলো অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা, উৎপাদিত ভারতের সেরাম ইনস্টিটিউটে।
গত সপ্তাহে আফগানিস্তানে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। দেশটির ৩৪টি প্রদেশের ১২ হাজার স্বাস্থ্যকর্মী ইতিমধ্যে টিকা নিয়েছেন। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যদের টিকা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা। সূত্র: রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।