Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুুলিশের খবর পেয়েই ছত্রভঙ্গ হয়ে যান সিলেট ছাত্রদলের নেতাকর্মীরা !

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২১, ৬:০৫ পিএম

ঝটিকা মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট। মিছিল শেষে নগরীর জিন্দাবাজারে ৫ মিনিট সড়ক অবরোধ করে রাখেন উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা। তবে পুলিশ আসার খবর পেয়েই তারা ছত্রভঙ্গ হয়ে যান। কারাগারে লেখক মোশতাক আহমদের মৃত্যু ও গতকাল কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচিতে ‘পুলিশি হামলার’ প্রতিবাদে আজ সোমবার (১ মার্চ) নগরীর বিকেল ৩টায় এ কর্মসূচি পালন করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।
           বিকেল ২টা ৫৫ মিনিটে জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা নগরীর কোর্ট পয়েন্ট থেকে একটি ঝটিকা মিছিলের প্রস্তুতি নিয়ে বের হন। মিছিলটি জিন্দাবাজার পয়েন্টে এসে শেষ করেন তারা। পরে জিন্দাবাজার পয়েন্টে জড়ো হয়ে নেতাকর্মীরা ৫ মিনিটের মতো সড়ক অবরোধ করে রাখেন। তবে পুলিশ আসার খবর পেয়ে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যান  বিক্ষোভে অংশ নেয়া ছাত্রদল নেতাকর্মীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেতাকর্মী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ