Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্রদলকর্মীর যে ছবি ভাইরাল ফেসবুকে

আবদুল মোমিন | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২১, ৩:০২ পিএম

রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় ছাত্রদলকর্মীর বিশাল এক বাঁশ নিয়ে পুলিশের ওপর চড়াও হওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই ফেসবুকে ছবিটি শেয়ার করে নানা মন্তব্য করছেন।

ভাইরাল ওই ছবিটিতে দেখা যায়, ছাত্রদলের এক কর্মী বিশাল এক বাঁশ নিয়ে পুলিশের দিকে তেড়ে যাচ্ছেন। সামনে মারমুখি অবস্থানে রয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য। একাই তিনি বিশাল বাঁশটি নিয়ে পুলিশের ওপর চড়াও হচ্ছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটিতে তার পাশে অন্য কাউকে দেখা যায়নি।

রোববার প্রেস ক্লাবের সামনে পুলিশের সঙ্গে ছাত্রদলের এই সংঘর্ষের ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ ছাত্রদলের প্রায় ৩০ জন নেতাকর্মী আহত হয়। এছাড়াও আহত হয় পুলিশ ও সাংবাদিকরা।

ফেসবুকে ছবিটি শেয়ার করে মোশাররফ বিন জমির লিখেছেন, ‘‘মানুষের ধৈর্যের বাধ যখন ভেঙ্গে যায়, মানুষ যখন খুব বেশি অসহায় হয়ে যায়, যখন আর সামনে যাওয়ার রাস্তা থাকেনা পিঠ দেয়ালে ঠেকে যায়, তখনই কিন্তু মানুষ সবকিছুর ভয়কে ভুলে যায়, আর এই রকম আক্রমণাত্মক হয়ে উঠে। দেশের প্রতিটা মানুষ যদি এইরকম আক্রমণাত্মক হয়ে উঠে তাহলে কিন্তু কোন কিছু দিয়েই আর ক্ষমতা ধরে রাখা যাবেনা। তাই সময় থাকতে সবাই সাবধান হোন আর সঠিক ভাবে দেশ পরিচালনা করা দরকার।’’

মোহাম্মদ ফয়সাল লিখেছেন, ‘‘রাস্তা গিয়ে প্রতিদিন মার-খাওয়ার অভ্যাস পাল্টাতে হবে! এক দুই জন দিয়ে প্রতিরোধ হয়না উপস্থিত সবাই প্রতিবাদ করতে হয়! দু’একজনকে বিপদের মুখে রেখে শিয়ালের মত দৌড়ানোর চাইতে ঘরে বসে থাকাই উত্তম! শিয়ালের মত হাজার দিন বাচার চাইতে বাঘের মত একদিন বাচাই উত্তম।’’

এম হক লিখেছেন, ‘‘দেয়ালে পিঠ ঠেকে গেলে, বাঁচার জন্য যে কেউ ঘুরে দাড়ানোর চেষ্টা করবে! আর এটাই স্বাভাবিক! আল্লাহর আদালতে সীমালঙ্ঘনকারীদের শাস্তি ভয়াবহ।’’

মোহাম্মাদ উল্লাহ লিখেছেন, ‘‘বেচারাদের কি আর করার আছে, দেয়ালে পিঠ ঠেকে গেল যা হয়! অবশ্যই দুপক্ষের সংযত আচরণ করা উচিত ছিল।’’

 



 

Show all comments
  • এ,+কে,+এম+জামসেদ ১ মার্চ, ২০২১, ৩:৩৮ পিএম says : 0
    ধৈর্যের বাধ যখন ভেঙ্গে যায়, মানুষ যখন খুব বেশি অসহায় হয়ে যায়, যখন প্রতিবাদের ভাষা থাকেনা, যখন ভোটের অধিকার থাকেনা, পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন মানুষ সব ভয়কে ভুলে যায়, আর এই রকম হয়ে উঠে, হায় অসহায় মানুষ!
    Total Reply(0) Reply
  • ASAD ১ মার্চ, ২০২১, ৫:২৬ পিএম says : 0
    this is not good
    Total Reply(0) Reply
  • Mnahmed ১ মার্চ, ২০২১, ৬:২২ পিএম says : 0
    Is he really Chatrodol activist? I think he is Chatro league activist. Or this is just a game of Police ...
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেসবুকে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ