গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর আদাবর এলাকায় পোশাক কর্মী খুনের ঘটনায় আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম মো. সাব্বির শেখ। এ সময় তার কাছ থেকে ভিকটিমের ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযানের নেতৃত্ব দেয়া এডিসি মো. আনিচ উদ্দীন জানান, গ্রেফতারকৃত সাব্বির প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ওই মামলার ঘটনায় জড়িত পলাতক অন্যান্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি আদাবরের ঢাকা উদ্যানে অবস্থিত সাইনেষ্ট গার্মেন্টসের সামনে পূর্ব শত্রুতার জের ধরে পোশাক কর্মী নাজমুল হককে কয়েকজন সন্ত্রাসী উপর্যপুরি ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় গত ৩১ জানুয়ারি আদাবর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই হত্যা মামলাটির তদন্তভার পায় ডিবি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম। ইতিপূর্বে ওই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। পরে তারা নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।