Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

সখিপুরে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৪৬ পিএম

টাঙ্গাইলের সখিপুরে ব্যবসায়ী বিরোধের জের ধরে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেল। এ ঘটনায় শনিবার রাতে ইয়াবা চক্রের চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাদের মিয়ার ছেলে হামিদুল হক (৩৮), শাহজাহান আলীর ছেলে ফজলুল হক(২৮), আরজু মিয়ার ছেলে আল মামুন (৩২) এবং সাইদুর রহমানের ছেলে খায়রুল ইসলাম (২৫)।

জানা যায়, পৌর শহরের দুই ভাই থাই এ্যালুমিনিয়ামের স্বাতাধিকারী অমিত আর্যের সাথে ব্যবসায়ী হামিদুল ইসলামের ব্যবসায়ীক বিরোধ চলে আসছিল। এরই জের ধরে অমিত আর্যকে ইয়াবা দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করে হামিদুল। এজন্য প্রথমে ফজলুল হকের সাথে ৪০ হাজার টাকা চুক্তি হলে শনিবার রাতে আল মামুন ওই দোকানে ৫৮ পিস ইয়াবা রাখে। পরে ওই দোকানে ইয়াবা রয়েছে এমন তথ্য দিয়ে খায়রুল ইসলাম ৯৯৯ ফোন দেয়।

সখিপুর থানার উপ-পরিদর্শক ওসমান গণি বলেন, ৯৯৯ ফোন পেয়ে ওই দোকান থেকে ৫৮ পিস ইয়াবাসহ অমিত আর্যকে আটক করি। অমিতকে আটকের পর বিষয়টি সন্দেহ হলে তথ্যদাতা খায়রুলকে রাতেই আটক করলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ইয়াবা দিয়ে ফাঁসানোর বিষয়টি স্বীকার করে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে সাঈদুল হক ভূইয়া বলেন, অমিত আলাদা ব্যবসা প্রতিষ্ঠান করায় হামিদুলের দোকানে বিকিকিনি কম হত। এজন্য তাকে ফাঁসানোর পরিকল্পনা করে হামিদুল। মূলত অমিত মাদকের সাথে জড়িত না। এ ঘটনায় জড়িত গ্রেফতার চারজনসহ অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা

১১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ