Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১১ মাস পর করোনা আক্রান্তবিহীন দক্ষিণাঞ্চল

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

টানা ১১ মাস দশ দিন পরে গতকাল শুক্রবার দক্ষিণাঞ্চলে কোন কোভিড-১৯ রোগী ছিল না। গত বছর ১৮ মার্চ অঞ্চলে প্রথম করোনা রোগী শনাক্তের দীর্ঘ সময় পর আক্রান্তবিহীন থাকার বিষয়টি ভাল খবর হলেও তাতে আত্মতুষ্টির কোন সুযোগ নেই বলছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি আগামী দিনে ভাইরাসবাহী এ রোগের মহামারী রোধে সকলকে ভ্যক্সিন গ্রহণসহ সব ধরনের সতর্কতা অবলম্বনেরও পরামর্শ দেয়া হয়েছে।
গত ১১ মাস দশদিনে দক্ষিণাঞ্চলের ৬ জেলার ৪২টি উপজেলায় সরকারি হিসেব ১০৭০৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। যার মধ্যে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২০২ জনের। আর স্বাস্থ্য বিভাগের হিসেবনুযায়ী সুস্থ হয়ে উঠেছেন ১০৪২৬ জন। এ অঞ্চলে সুস্থতার হার প্রায় ৯৮%। এমনকি চলতি ফেব্রুয়ারি মাসে দক্ষিণাঞ্চলে মাত্র দুজন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে। ছয় জেলায় এ মাসে মোট আক্রান্তের সংখ্যা মাত্র ৯৩ জন। আক্রান্ত ও মৃত্যুর এ সংখ্যা গত প্রায় এক বছরে সর্বনিম্ন।
গতকাল শুক্রবার ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে নতুন কোন করেনা রোগী সনাক্ত হয়নি। এ পর্যন্ত বরিশাল ও ভোলার দুটি আরটি-পিসিআর ল্যাবে প্রায় ৫৩ হাজার মানুষের নমুনা পরিক্ষায় গড় শনাক্তের হার ১৪%-এর নিচে। সর্বশেষ হিসেবনুযায়ী দক্ষিণাঞ্চলে মৃত্যু হার ১.৬৫%-এর নিচে। গতকাল বরিশাল শের-এ-বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ১১০ জনের এবং ভোলা জেনারেল হাসপাতালে ১৬ জনের নমুনা পরীক্ষায় কারো দেহেই করেনা পজিটিভ শনাক্ত হয়নি।
এদিকে শুক্রবার সকাল পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত হিসেবনুযায়ী বরিশালে মোট আক্রন্ত ৪,৮৮৯ জনের মধ্যে মৃত্যু হয়েছে ৮৮ জনের। পটুয়াখালীতে আক্রান্তের সংখ্যা ১,৭৪৫। মৃত্যু হয়েছে ৪১ জনের। পিরোজপুরে ১,১৯৩ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন ২৫ জন। ভোলাতে ১ হাজার একজন আক্রান্তের মধ্যে মারা গেছেন ১০ জন। বরগুনাতে আক্রান্ত ১ হাজার ৩৪ জনের মধ্যে মৃত্যু হয়েছে ২২ জনের। আর ঝালকাঠীতে ৮৪৫ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন ১৬ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ