Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত ঘটনায় ছাত্রলীগের সভাপতিসহ আহত ৭

সরিষাবাড়ী(জামালপুর)সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৫০ পিএম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিযা গ্রামে বৃহস্পতিবার বিকেলে জমিসংক্রান্ত ঘটনায় ওয়ার্ড ছাত্রলীগের সভাপতিসহ অন্তত ৭ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী আহত মমিনুল ইসলাম থানায় অভিযোগ দায়ের করেছে। থানার অভিযোগ ও হাসপাতালে চিকিৎসাধীন মমিনুল ইসলাম থেকে জানা যায়, প্রায় দেড় যুগ আগে বিল বালিয়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মমিনুল একই গ্রামের কাশেম আলীর নিকট থেকে সোয়া সাত শতক জমি ক্রয় সেখানে বসতবাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছে। হঠাৎ জমি বিক্রেতা কাশেমের ছেলে সেলিম গংরা বৃহস্পতিবার বিকেলে বাবার জমি থেকে কিছু জমি পাওনা দাবী করে মমিনুলদের উপর আক্রমন করে। মমিনুলকে রক্ষা করতে এগিয়ে আসে ঐ ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্ররীগের সভাপতি রমজান, মমিনুলের ছেলে সিফাত, তার স্ত্রী কন্যাসহ বাড়ীর আরো ৬/৭জন। সেলিম জাকারিয়া জাহিদুল রফিকুল গংরা দেশীয় অ¯্র দিয়ে তাদেরকে পিটিয়ে আহত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে গ্রামের লোকজন আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঐদিনই রাতে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করায়। আহতরা বর্তমানে সরিষাবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন আছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ