Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাতানো ম্যাচ রোধে বাফুফের কমিটি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৩২ পিএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রতি মৌসুমেই পাতানো খেলা নিয়ে সরগরম থাকে দেশের ফুটবলাঙ্গণ। এ ধারাবাহিকতায় এবারো আলোচনায় পাতানো ম্যাচ। চলমান এবারের বিপিএলে পাঁচটি ম্যাচ পাতানো ছিল বলে সন্দেহ প্রকাশ করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) জানিয়েছে ওই ম্যাচগুলোতে অনলাইন বেটিং হয়েছে। যেখানে দায়ী করা হচ্ছে আরামবাগ ক্রীড়া সংঘ ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে। এসব ম্যাচের খোঁজ-খবর বাফুফেকে নিতে বলেছে এএফসি। বাফুফে ইতোমধ্যে দুই ক্লাবকে চিঠি দিয়ে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে। ক’দিন আগে আরামবাগ ও ব্রাদার্স বাফুফের চিঠির জবাবও দিয়েছে। এএফসির সন্দেহের রেশ ধরে বাফুফে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিলেও এবার পাতানো খেলা রোধ করতে তারা ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে। শুক্রবার গঠিত এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে হুমায়ুন খালিদকে। যিনি এর আগেও একই পদে দায়িত্ব পালন করেছেন। বাকি সদস্যরা হলেন- ইন্দু ভুষন দেব, সরদার মো. শোয়েব, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি (ডিবি-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) প্রতিনিধি, মো. মহসিন ও খন্দকার রকিবুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাফুফের কমিটি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ