বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উলিপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু আজ বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার পাহাড় সমান সমস্যা কাঁধে নিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ভার গ্রহণ করেছেন ।
এ সময় তার সাথে ছিলেন কুড়িগ্রাম -৩ উলিপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন, স্থানীয় আ.লীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। নবনির্বাচিত মেয়রসহ নেতৃবৃন্দ পৌর ভবনে পৌঁছালে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ লালগালিচা সংবর্ধনা ও রজনীগন্ধা ফুলের স্টিক হাতে দিয়ে তাদের স্বাগত জানান।
সম্প্রতি অনুষ্ঠিত পৌর নির্বাচনে প্রার্থীর দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী এবারে নারী ও পুরুষ ভোটার মিলে তাদের সবটুকু মিঠুকে উজাড় করে দিয়েছে। এবার দেয়ার পালা মিঠুর।
পৌরবাসীর আশা ক্লিন ইমেজের শান্তশিষ্ট ও অত্যন্ত বিনয়ী নবনির্বাচিত পৌর মেয়র মামুন সরকার মিঠু মাননীয় জাতীয় সংসদ সদস্যের সক্রিয় সহযোগিতায় পৌরসভার বহুমুখী সমস্যা দূরীকরণে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করবেন। যা নাগরিক দুর্ভোগ লাগবে দ্রুত দৃশ্যমান হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।