Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজস্ব ভবন নির্মাণে জটিলতা কাটল

৪৪০ কোটি টাকা ব্যয়ে ৪ ক্রয় প্রস্তাবের অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ এএম

অবশেষে জট খুলল আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনের অবশিষ্ট অংশের নির্মাণকাজের। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার জি কে শামীম গ্রেফতার হওয়ার পর এ ভবনের নির্মাণ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে কাজের মূল্যায়ন করে বাকি কাজের পরিমাণ নিরূপণ করা হয়।

গতকাল সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় রাজস্ব ভবনের বাকি কাজের জন্য যৌথ মালিকানার প্রতিষ্ঠান তাহের ব্রাদার্স লি. এবং হোসেইন কনস্ট্রাকশন প্রাইভেট লি. কে অনুমোদন করা হয়েছে। ভবনের অবশিষ্ট কাজ প্রতিষ্ঠানটি থেকে ৮০ কোটি ৭৬ লাখ টাকায় কেনার প্রস্তাব অনুমোদন দেয় ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এটি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদফতরের জাতীয় রাজস্ব ভবন নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প হিসেবে অনুমোদিত হলো। এটিসহ ৪৪০ কোটি ৭৫ লাখ ৭৬ হাজার টাকা ব্যয়ে ৪টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

এক ভার্চুয়াল সভায় ক্রয় প্রস্তাবগুলো অনুমোদন দেয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা অংশ নেন। সভা শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল। সভা শেষে ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেন, আজকে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৮ম সভা হয়েছে। ক্রয় কমিটির অনুমোদনের জন্য ৪টি প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবগুলোর মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ২টি, শিল্প মন্ত্রণালয়ের ১টি এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১টি প্রস্তাব ছিল। কমিটির অনুমোদিত ৪টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৪৪০ কোটি ৭৫ লাখ ৭৬ হাজার ৭৩৯ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ৩৫০ কোটি ৩ লাখ ১০ হাজার ৭৩৯ টাকা এবং দেশীয় ব্যাংক থেকে ঋণ ৯০ কোটি ৭২ লাখ ৬৬ হাজার টাকা। সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) মাধ্যমে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ৯০ কোটি ৭২ লাখ ৬৬ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

অনুমোদন পেয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদফতরের ‘বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন স¤প্রসারণ এবং অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণ’ প্রকল্পের এমবি-০১ লটের নির্মাণকাজ। যৌথ মালিকানার প্রতিষ্ঠান আতাউর রহমান খান এবং মাহবুব ব্রাদার্স থেকে ৮৯ কোটি ১৭ লাখ ২৩ হাজার ২২৯ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে। চতুর্থ অনুমোদিত প্রকল্প হলো সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদফতরের ম্যাধমে ‘ঢাকার কেনানীগঞ্জ থেকে মুন্সিগঞ্জের হাসাড়া পর্যন্ত জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউপি ৪ এর পূর্ত কাজ।
মি. আক্তার হোসেইন লি. থেকে প্রায় ১৮০ কোটি ১০ লাখ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজস্ব

১৫ ডিসেম্বর, ২০২১
২৬ অক্টোবর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ