Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ৫:১৯ পিএম

কুড়িগ্রামের চিলমারীতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেককে চিলমারী উপজেলা বিএনপির সভাপতি আব্দুল বারী গং কর্তৃক লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন চিলমারী উপজেলা বিএনপি একাংশ। বুধবার দুপুর ১২ টায় উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু হানিফা উপজেলার ব্রাকমোড় এলাকায় তার বাস ভবনে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

এসময় তিনি বলেন, গত ২০ ফ্রেব্রুয়ারী শনিবার বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল খালেক চিলমারীতে পাম্পের মোড়ে এসে পৌঁছালে আব্দুল বারী সরকারের ইশারায় স্বেচ্ছাসেবক দলের বিপক্ষ একটি গ্রুপ পরিকল্পিতভাবে তার গাড়ীতে হামলা করে। আব্দুল বারী গং নিজেরা একটি নাটক সাজিয়ে আমাদের গ্রুপের নেতা-কর্মীদের নামে দোষারোপ করে আমাদের ফাসাঁনোর চেষ্টা করছেন।

তিনি আরও বলেন কেন্দ্রীয় নেতার চিলমারী আগমন উপলক্ষে আমাদেরকে কোন প্রকার চিঠি বা মৌখিক ভাবেও বলা হয়নি। তাই আমরা কোন কর্মকান্ডে অংশগ্রহণ করতে পারিনি। বিভিন্ন মাধ্যমে জানতে পেরে আব্দুল খালেককে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য পাম্পের মোড়ে কতিপয় নেতাকর্মী অবস্থান নেয়। এই সুযোগে আমাদের নেতা-কর্মীদেরকে ফাঁসানোর জন্য গাড়ী বহরে হামলার ঘটনাটি ঘটান বারী গং। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গাড়ী বহরে হামলার ঘটনায় দায়ী করা হয়, আবু হানিফা, সাদাকত হোসেন সাজু ,ফজলুল হক, আনোয়ারুল ইসলাম বাবলুকে। কিন্তু ঐ দিন আমরা কেউই সেখানে উপস্থিত ছিলাম না। তারা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট নাটক করে আমাদেরকে ফাঁসানোর জন্য প্রতিবাদ সভা আয়োজন করে আমাদেরকে দলীয় ও ব্যক্তিগতভাবে সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। কেন্দ্রীয় নেতার গাড়ীবহরে হামলার ঘটনায় আমরা নিজেরাও মর্মাহত হয়েছি তাই উক্ত ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে শাস্তির দাবি জানাচ্ছি ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা বিএনপির যুগ্নসাধারণ সম্পাদক সাদাকাত হোসেন সাজু , সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবলু, যুব দলের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন চৌধুরী, বিএনপি নেতা আকরাম হোসেন, যুব নেতা রুহুল আমিন জিয়া প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুড়িগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ