Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোজাম্বিকের উপকূলে আরও ৮৬টি মৃত ডলফিন উদ্ধার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ৪:৫১ পিএম

পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকের দক্ষিণাঞ্চলীয় উপকূলের একটি দ্বীপের কাছে মঙ্গলবার আরও ৮৬টি ডলফিন মৃত অবস্থায় পাওয়া গেছে। একই স্থান থেকে গত রোববার কর্তৃপক্ষ ১১১টি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী উদ্ধার করেছে। তবে কি কারণে এসব ডলফিনের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। খবর এএফপির।

এক বিবৃতিতে মোজাম্বিকের কর্তৃপক্ষ জানিয়েছে, ইনহামবেন প্রদেশের বজারুতো দ্বীপ জাতীয় পার্কের একটি দল বজারুতো দ্বীপের পশ্চিম উপকূল থেকে ৮৬টি মৃত ডলফিন উদ্ধার করেছে। দ্বীপটি মোজাম্বিক উপকূল ও মাদাগাস্কারের মাঝামাঝি দিয়ে যাওয়া মোজাম্বিক চ্যানেলে অবস্থিত। ডলফিনের মৃত্যুর কারণ জানতে তদন্ত করা চলছে। সূত্র : এএফপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ