Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিশোরীদের নিয়ে আশাবাদী কোচ ছোটন

প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে যেন উড়ছে বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টের ‘সি’ গ্রুপে তিন ম্যাচে ১৮ গোল করে সেরা হওয়ার স্বপ্ন এখন তাদের চোখে। স্বপ্নপূরণে আর মাত্র দু’টি ম্যাচ বাকি। আগামীকাল চাইনিজ তাইপের বিপক্ষে জয় পেলে আসরের চূড়ান্ত পর্বে খেলার আশা করতেই পারে লাল-সবুজরা। এক্ষেত্রে গ্রুপের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ড্র’ই বাংলাদেশকে পৌঁছে দেবে এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে। তিন ম্যাচ শেষে বাংলাদেশ ও চাইনিজ তাইপের সমান সংগ্রহ ৯ পয়েন্ট করে হলেও গোল ব্যবধানে অতিথিরা কিছুটা এগিয়ে আছে। যে কারণে নিরাপদ অবস্থানে রয়েছে তারা। বাংলাদেশের বিপক্ষে ড্র করতে পারলেই শীর্ষস্থানটা ধরে রাখবে তাইপে। পাশাপাশি ২০১৭ সালে চীনে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বের টিকিটও নিশ্চিত হবে তাদের। তাই বাংলাদেশের জন্য তাইপে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এ ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের। গেল তিন ম্যাচে শিষ্যদের পারফরমেন্স বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটনকে আশাবাদি করে তুলেছে। তাই তিনি চাইনিজ তাইপের বিপক্ষে জয়ের পাশাপাশি আসরের চূড়ান্ত পর্বে খেলার আশা করছেন।
কৃষ্ণা রাণী, মারিয়া, সানজিদা, স্বপ্না, মৌসুমীদের নিয়ে গত দুই বছর ধরে পরিশ্রম করে যাচ্ছেন কোচ ছোটন। অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৫ থেকে এখন তারা অনূর্ধ্ব-১৬ পর্যায়ে খেলছে। বাছাই পর্বে কৃষ্ণাদের পারফরম্যান্স প্রসঙ্গে ছোটন বলেন, ‘তিন ম্যাচেই প্রভাব বিস্তার করে খেলেছে মেয়েরা। প্রথম দু’ম্যাচে ভালো খেললেও স্কোরটা প্রত্যাশা অনুযায়ী ছিল না। তবে তৃতীয় ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে সেটা কাটিয়ে উঠে ১০-০ গোলের জয় তুলে নিয়েছে তারা। আমার ধারণা সামনের দু’ম্যাচেও ভালো খেলে জয় পাবে আমার দল। প্রতিপক্ষ যারাই থাকুক না কেন আমরা অলআউট ফুটবল খেলব। চাইনিজ তাইপের খেলা আমি দেখেছি। তারা শক্তিশালী দল। তবে আমাদের মেয়েরাও কোনো অংশে পিছিয়ে নেই। আমরা সামর্থ্য রাখি তাইপেকে হারাবার।’
শুধু বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের কোচ ছোটনই নন, এই দলটিকে নিয়ে আশাবাদী স্বয়ং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি ও সাবেক তারকা ফুটবলার আব্দুস সালাম মুর্শেদীও।
কৃষ্ণাদের পারফরম্যান্স প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা তৃতীয়বার বাফুফের দায়িত্বে এসেছি। নির্বাচনের আগে ফুটবলের উন্নয়নের জন্য আমরা যে ইশতেহার দিয়েছিলাম সেখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিলো। যার অন্যতম হচ্ছে- পেশাদার লিগ ফুটবলকে ঢাকার বাইরে ছড়িয়ে দেয়া, সেটাকে আরো আকর্ষণীয় করা এবং দেশের মহিলা ফুটবলকে নিয়মিত নার্সিং দেয়া। সেই ধারাবাহিকতায় আমাদের মহিলা ফুটবল এগিয়ে যাচ্ছে। এএফসি অনূর্ধ্ব-১৬ দলের মেয়েরা দারুণ খেলছে। তাদের এই পারফরম্যান্স আমাদের সব ধরনের জাতীয় দলেই প্রভাব ফেলবে এবং অনুপ্রাণিত করবে।’ বাছাইপর্বে এখনো দুই ম্যাচ বাকি। চাইনিজ তাইপের পর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও খেলবে বাংলাদেশ। ওই দুই ম্যাচে মারিয়া, মার্জিয়াদের কাছ থেকে কেমন পারফরম্যান্স প্রত্যাশা সালাম মুর্শেদীর। এ প্রশ্নে তার জবাব, ‘দু’টো ম্যাচ বাকি আছে। তার মধ্যে চাইনিজ তাইপেই কঠিন প্রতিপক্ষ। আমার বিশ্বাস আগের তিন ম্যাচের মতো সামনের দু’ম্যাচেও আমাদের মেয়েরা দারুণ খেলবে। আর খেলা যেহেতু দেশের মাটিতে সেহেতু জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’
হঠাৎ বদলের যাওয়া কৃষ্ণা, মার্জিয়া, মারিয়াদের ভালো করার রহস্য কী? শক্তিশালী ইরান, সিঙ্গাপুরকে পাত্তাই দিল না। কিরগিজস্তানকে তো এক ফুৎকারে উড়িয়েই দিল। এত ভালো খেলছে মেয়েরা নিশ্চয় তাদের নিয়ে ভিন্ন চিন্তা-ভাবনা রয়েছে বাফুফের। বোনাসসহ যাবতীয় বিষয়ের কথাও নিশ্চয়ই ভাবছেন কর্মকর্তারা। এ বিষয়ে সালাম মুর্শেদী বলেন, ‘বোনাস কিংবা প্রণোদনা এসব এখন বলতে চাচ্ছি না। ওরা ভালো খেলছে। অবশ্যই সামনে ওদের জন্য অনেক কিছুই অপেক্ষা করছে। বোনাসের মতো সামান্য বিষয় ঘোষণা করে ওদের কৃতিত্বকে খাটো করতে চাই না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিশোরীদের নিয়ে আশাবাদী কোচ ছোটন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ