Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাজিলের লুইস আবার চেলসিতে

প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আবারো চেলসিতে ফিরলেন ডেভিড লুইস। এবারের গ্রীষ্মের দলবদলের একবারে শেষ দিনে পিএসজি থেকে ব্লু শিবিরে লুইসের ফেরা নিশ্চিত করেছে ক্লাব কর্তপক্ষ। এজন্য চেলসিকে গুণতে হয়েছে প্রায় ৩৪ মিলিয়ন পাউন্ড। ২০১৪ সালে চেলসি থেকেই পিএসজিতে যোগ দিয়েছিলেন লুইস। ২০১১ সালে বেনফিকা থেকে ২১.৩ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দিয়েছিলেন ব্রাজিল এই ডিফেন্ডার। এসময় স্ট্যানফোর্ড ব্রিজের হয়ে ১৪৩ ম্যাচ খেলেচিলেন তিনি।
২০১২ সালে চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপ জেতা লুইস বলেন, ‘চেলসিতে ফিরে আমি আনন্দিত। ক্লাবটিতে প্রথম সময়ে আমাদের দারুণ সব গল্প আছে। দল আর আন্তোনিও কোন্তেকে সাফল্য অর্জনে সহায্য করতে চাই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রাজিলের লুইস আবার চেলসিতে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ