নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
শহীদ স্মৃতি হকি টুর্নামেন্টে বড় জয় পেয়েছে বাংলাদেশ নৌ ও সেনাবাহিনী।
মঙ্গলবার বিকালে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে নৌবাহিনী ৭-৩ গোলে হারায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’কে। বিজয়ী দলের হয়ে আশরাফুল ইসলাম ও রোমান সরকার দু’টি করে এবং দ্বিন ইসলাম ইমন, ফজলে হোসেন রাব্বি ও মাইনুল ইসলাম একটি করে গোল করেন। বিকেএসপি’র হয়ে তিন গোল শোধ দেন যথাক্রমে তাসিন আলী, ওবায়দুল হোসেন জয় ও আমিরুল ইসলাম।
একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে সেনাবাহিনী ৭-২ গোলে বিধ্বস্ত করে বিমান বাহিনীকে। সেনাবাহিনীর হয়ে মামুন একাই করেন পাঁচ গোল। মিলন হোসেন ও তানজিমের স্টিক থেকে আসে আরও দুই গোল। বিমান বাহিনীর পক্ষে গোল করেন সবুজ ও মো: শামিম মিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।