Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভুটান আসছে আজ

প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ জাতীয় ফুটবল দল যখন মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে কলম্বো হয়ে দেশের পথে, ঠিক তখনই এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফ খেলতে ঢাকায় আসছে ভূটান জাতীয় দল। আজ সকাল নয়টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ভুটানী ফুটবলারদের বহনকারী দ্রুত এয়ারলাইন্সের বিমানটি। ২৯ সদস্যের ভুটানী দলে ২৩ ফুটবলার এবং ছয় জন কোচ ও কর্মকর্তা থাকছেন। এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফের অ্যাওয়ে ম্যাচে ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশকে মোকাবেলা করবে সঙ্গে ভুটান। ফিরতি ম্যাচ খেলতে বাংলাদেশ ৭ অক্টোবর ভুটান যাবে। অ্যাওয়ে ম্যাচ খেলতে পূর্ণ শক্তির দল নিয়েই ঢাকায় আসছে তারা। ভুটানের ক্লাব এফসি টারটন শেখ রাসেলকে ৪-৩ গোলে হারিয়েছিল। সেই দলের কয়েক জন খেলোয়াড় রয়েছেন এই স্কোয়াডে। আবহাওয়া ও পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য চারদিন আগেই ঢাকায় আসছে দলটি। গত বছরও এএফসি অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশীপ বাছাইয়ে ভুটান নির্দিষ্ট সময়ের আগেই বাংলাদেশ এসেছিল। কোচিং স্টাফের মধ্যে ট্যাকনিক্যাল অ্যাডভাইজার টরসেন ফ্রাঙ্ক স্পিটলারই শুধু জার্মানির। অন্য স্টাফরা সবাই ভুটানি। বাংলাদেশ দল মালদ্বীপে ম্যাচ খেলে আগামীকাল দেশে ফিরবে। ফিরেই প্রস্তুতি নিবে ভুটান ম্যাচের জন্য।  



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভুটান আসছে আজ

২ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ