Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত-ইংল্যান্ড দিবা-রাত্রির টেস্ট আলোচনায় চেন্নাইয়ের উইকেট

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

চলতি ভারত-ইংল্যান্ড সিরিজে এরই মধ্যে খেলা হয়েছে দুই টেস্ট। ৪ ম্যাচ সিরিজে ১-১ সমতা। প্রথম টেস্টে হেরে যাওয়ার পর দ্বিতীয় টেস্টে চেন্নাইয়ের এ এম চিদাম্বরমে তৈরি করা হয়েছিল টার্নিং উইকেট। ম্যাচের প্রথম দিন থেকে সেখানে ঘুরেছে বল। ভারতের সেই কৌশল সফলও হয়েছে। ম্যাচ জিতে সমতায় ফিরেছে তারা। এরই মধ্যে সেটি নিয়েও ইংল্যান্ডের সাবেকদের কেউ কেউ ও কিছু সংবাদমাধ্যমে সমালোচনাও হয়েছে বেশ। সেই রেশ চলছে এখনও।

তবে এবার আরো বড় পরীক্ষায় পড়তে যাচ্ছে স্বাগতিকরা। প্রথমবারের মতো খেলতে যাচ্ছে দিবা-রাত্রির টেস্ট। সেটিও হবে চেন্নাইয়ের মাটিতে। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচের উইকেট নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা। তবে উইকেট নিয়ে আলোচনা-সমালোচনার কোনো মানেই খুঁজে পাচ্ছেন না রোহিত শর্মা। ভারতের উইকেট তো বরাবরই এরকম! এই ওপেনারের মতে, আলোচনার বিষয়বস্তু হতে পারে খেলার অন্যান্য দিক, খেলোয়াড়দের স্কিল। উইকেট নিয়ে কথা বলার যুক্তি নেই। তৃতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি উঠতেই বেশ বিরক্তিই প্রকাশ করলেন এই ওপেনার, ‘খেলা নিয়ে কথা বলুন, খেলোয়াড়দের নিয়ে কথা বলুন। কে কেমন ব্যাটিং বা বোলিং করছে, এসব নিয়ে আলোচনা করুন। উইকেট নিয়ে এত কথা কেন! পিচ তো দুই দলের জন্য একই। আমি বুঝতে পারছি না, পিচ নিয়ে এত আলোচনার কী আছে। দুই দলই একই উইকেটে খেলে। উইকেট নিয়ে যখন এতই কথা, তখন মনে করিয়ে দিতে চাই, ভারতের উইকেট যুগ যুগ ধরেই এরকম।’
এই উইকেটেই ১৬১ রানের ইনিংস খেলেছেন রোহিত। তার বিরক্তির কারণ আছে বৈকি! তবে ঘরের মাঠে সব দলই বাড়তি সুবিধা নেয়, সেটিও মনে করিয়ে দিলেন রোহিত, ‘আমরা যখন দেশের বাইরে খেলতে যাই, আমাদের কথা তো কেউ ভাবে না! সব দলই ঘরের মাঠের সুবিধা নেয়। এই সুবিধার ব্যাপারটিই হলো সফরকারীদের জন্য কাজটি কঠিন করে তোলা। ঘরের মাঠের সুবিধা বাদ দিতে বললে আইসিসির নিয়ম করে দেওয়া উচিত যে উইকেট কেমন হবে। সেক্ষেত্রে বিশ্বের সব জায়গায় একইরকম উইকেটে খেলা হতে হবে। আমরা দেশের বাইরে গেলে তো আমাদেরকেও কঠিন পরীক্ষায় পড়তে হয়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিবা-রাত্রির-টেস্ট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ