Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মা হারানো রোনালদিনহোর পাশে মেসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

মা হারিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে পোর্তো অ্যালেগ্রের মায় দে দিউস হাসপাতালে আড়াই মাস ধরে লড়ে দু’দিন আগেই অন্যালোকে পাড়ি জমান মিগুয়েলিনা এলোই আসিস দস সান্তোস। ২০০২ বিশ্বকাপজয়ী এ তারকার শোকের সময়ে তার পাশে দাঁড়িয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
ফ্রাঙ্ক রাইকার্ড কোচ থাকতে বার্সায় রোনালদিনহোর সঙ্গে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন মেসি। ইনস্টাগ্রামে ব্রাজিলের সাবেক ফুটবলারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন মেসি, ‘রোনি, আমি ভাষাহীন। বিশ্বাসই হচ্ছে না। এই শোক সহ্য করার শক্তি হিসেবে পাশে আছি, পরিবারের প্রতি সমবদেনা। তোমার এই ক্ষতিতে খারাপ লাগছে। তিনি শান্তিতে ঘুমোন।’
রোনালদিনহোর সাবেক দুই ক্লাব পিএসজি এবং অ্যাথলেটিক মিনেইরো-ও তার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। মিনেইরোর টুইট, ‘রোনালদিনহোর মা ডোনা মিগুয়েলিনার মৃত্যুতে গভীর শোক জানাচ্ছে অ্যাথলেটিকো মিনেইরো। সৃষ্টিকর্তা তাঁকে গ্রহণ করে চিরকালীন শান্তিতে রাখুন।’ টুইটারে পিএসজির শোকবার্তা, ‘রোনালদিনহো এবং তার ভাই রবের্তোর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে পিএসজি। সহমর্মিতা নিয়ে সব রকম সমর্থন দিচ্ছি আমরা।’
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ব্রাজিল। তবে এ মহামারি নিয়ে ব্রাজিলের খুব বেশি হেলদোল আছে বলে মনে হচ্ছে না। দেশটির প্রেসিডেন্ট জইর বলসোনারো একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন। এমন অব্যবস্থাপনার শিকার হচ্ছে দেশটির মানুষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মা-হারানো-রোনালদিনহো
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ